বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﻗُﻞ ﻟِّﺄَﺯْﻭَﺍﺟِﻚَ ﻭَﺑَﻨَﺎﺗِﻚَ ﻭَﻧِﺴَﺎﺀ ﺍﻟْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻳُﺪْﻧِﻴﻦَ ﻋَﻠَﻴْﻬِﻦَّ ﻣِﻦ ﺟَﻠَﺎﺑِﻴﺒِﻬِﻦَّ ﺫَﻟِﻚَ ﺃَﺩْﻧَﻰ ﺃَﻥ ﻳُﻌْﺮَﻓْﻦَ ﻓَﻠَﺎ ﻳُﺆْﺫَﻳْﻦَ ﻭَﻛَﺎﻥَ ﺍﻟﻠَّﻪُ ﻏَﻔُﻮﺭًﺍ ﺭَّﺣِﻴﻤًﺎ
হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।(সূরা আহযাব-৫৯)
ইবনে মাসউদ রাযি বলেন,
এখানে জিলবাব দ্বারা একটি বিশেষ ধরণের চাদর উদ্দেশ্য যা উড়নার উপরে পরিধান করা হয়ে থাকে।
ইবনে আব্বাস রাযি বলেন,
”أمر الله نساء المومنین إذا خرجن من بیوتھن فی حاجة أن یغطین وجوھھن من فوق رؤوسھن بالجلابیب ویبدین عینا واحدة․“(تفسیر الطبری، سورہٴ احزاب، آیت:59،19/181، تفسیر ابن کثیر، سورہ احزاب، آیت:59،6/425)
আল্লাহ তা'আলা মুসলমান মহিলাদেরকে আদেশ দিচ্ছেন যে, তারা যখন নিজেদের বাসগৃহ থেকে বের হবে, তখন তারা মাথার উপর থেকে কাপড় দ্বারা নিজেদের চেহারাকে ঢেকে নিবে।এবং রাস্তার দেখার জন্য শুধুমাত্র এক চক্ষু খোলা রাখবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/751
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সূরা আহযাবের ৫৯ নং আয়াতের ব্যাখ্যা যা ইবনে আব্বাস রাযি থেকে বর্ণিত, তুলে ধরা হয়েছে।
কেউ কেউ এখানে শুধু বুকের ওর চাদর দেয়ার ব্যখ্যার দিলেও অধিকাংশ মুফাসসিরিনে কেরাম চেহারাকে ঢেকে রাখার ব্যখ্যা প্রদান করেছেন। এবং এই ব্যখ্যাটাই যুক্তিযুক্ত। হাত, পা খোলা রেখে বাহিরে যাওয়া যাবে না বরং এগুলোও ফিতনার আশংকার দরুণ পর্দার অন্তর্ভুক্ত।
হজের সময়ও গায়রে মাহরামের সামনে মেয়েরা তাদের চেহারাকে ঢেকে রাখবে। তবে চেহারা থেকে একটু দূরে কাপড় রাখবে। হজ্ব ক্যাপ পরিধান করে হজ্ব করবে।