আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
27 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তায।
এক বোন এর ১১ মাসের একটা বাচ্চা আছে সে সিজারে হয়েছিল আবার বোনটির ১ মাস আগে ফ্যাটি লিভার গ্রেড -১ ধরা পড়ছে ডাক্তার বলছে ওজন কমাতে হবে বোনটির ওজন বেশি এবস্থায় বোনটি আবার কনসিভ করল ৫/৬ দিন হবে আজকে আলট্রা করেছেআল্ট্রার রিপোর্টে কতদিন সেটা এখনো আসেনি  ডাক্তার বললো এটা এখনো দিন গননা হওয়ার জন্য যে সার্কেলে আসতে হয় সেটার মধ্যে আসেনি  মানে খুবি কম সময় ৫-৭ দিন হতে পারে এখন বোনটি র উপর ১ম বাচ্চা লালন পালন করা তার ব্রেস্ট ফিডিং করানো ১ম এ  সিজার হওয়াতে  শারীরিক  ও মানসিক ভাবে প্রস্তুত না   বাচ্চা নেওয়ার জন্য। এখন যদি বোনটি ওষুধ খাওয়ার মাধ্যমে গর্ভপাত করেন তাহলে বোনটির কি গুনাহ হবে? এখনো ৬/৭ হয়েছে বেশিদিন হয়নি।। উস্তায দ্রুত উওর দিয়ে ইং শা আল্লাহ  জরুরি প্রয়োজন।

1 Answer

0 votes
by (731,280 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শরীয়ত সম্মত প্রয়োজনে গর্ভপাত বৈধ রয়েছে।
(ক)মহিলা এত দুর্বল যে, গর্ভধারণের বর্তমানে যোগ্যতা নেই।
(খ)মহিলা নিজ বাসস্থান থেকে এত দূর সফরে যেখানে স্থায়ীভাবে বসবাসের আপতত কোনো মনোবাসনা নেই।আবার নিজ বাসস্থানে আসতেও কয়েক মাস লেগে যাবে বা কয়েক মাসের প্রয়োজন।
(গ)স্বামী-স্ত্রীর পারস্পারিক সম্পর্ক চূড়ান্ত নিম্ন পর্যায়ের,এমনকি উভয়ের অন্তরে বিচ্ছেদের চিন্তাভাবনা চলছে।
(ঘ)পূর্বের বাচ্চার সু-সাস্থ্যর ক্ষতির আশঙ্কা থাকলে।
(ঙ)স্থান-কালের ফাসাদ অর্থাৎ দ্বীনী পরিবেশের চূড়ান্ত পর্যায়ের অবনতির ধরুন বাচ্চা বদ-আখলাক বা অসচ্চরিত্র এবং মাতাপিতার বে-ইজ্জতির কারণ হবে বলে আশঙ্কা করলে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/446

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু বোনটির ১১ মাসের একটা বাচ্চা রয়েছে, বাচ্চাটি সিজারে হয়েছিল, এখন আবার বোনটির ১ মাস আগে ফ্যাটি লিভার গ্রেড -১ ধরা পড়ছে, তাই প্রশ্নের বিবরণমতে বোনটি গর্ভপাত করাতে পারবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...