আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ
১) মা বাবার সাথে খারাপ ব্যবহার করা লোক যদি মা বাবার কাছে মাফ চায় আর উনারাও যদি মাফ করে দেয় তাহলে লোকটার করা সব খারাপ ব্যবহারের গুনাহ কি মাফ হয়ে যাবে??
২) বাড়িতে যিনি কাজ করেন তার কাজকর্ম নিয়ে আড়ালে বাড়ির লোকদের সাথে কথা বললে কি গিবতের মধ্যে পরবে?? যেমন উনার কাজে ফাঁকি দেওয়া, তার ব্যবহার এগুলো নিয়ে বাড়ির লোকদের সাথে কথা বললে গীবতের মধ্যে পরবে?
৩) আমি ওয়াসওয়াসা রোগী কি না একবার দয়া করে জানাবেন উস্তাদ। আমার উত্তর জানা খুব দরকার।
ইমান নিয়ে সারাক্ষণ ভয়ে থাকি। এই বুঝি কিছু বলে ফেললাম যার কারণে ইমানে সমস্যা হতে পারে। মনের মধ্যে যে বাজে চিন্তা গুলো চলে আসে সেটা নিয়ে সন্দেহে পরে যাই এটা মনে মনে চিন্তা আসছে নাকি মুখে বলে ফেলেছি এমতাবস্থায় সে কি ওয়াসওয়াসা রোগী দের মধ্যে পরবে?? এমনভাবে চিন্তা গুলো আসে পরপরই বুঝতে পারি না এগুলো শুধু মনের মধ্যে সীমাবদ্ধ ছিল নাকি মুখে বলে ফেলেছি। একা থাকতে ভয়ভীতি কাজ করে মনে চায় যে সর্বক্ষণ কেউ সাথে থাকুক নয়তো উল্টো পাল্টা চিন্তা বেশি চলে আসে। এগুলো নিয়ে খুবই টেনশনে থাকি।একাা ভাত গেলে ভয় হয়,ওয়াশরুমে গেলেও ভয় পাই। ঠোট একদম বন্ধ করে রাখি নয়তো ঠোঁট একটু খোলা থাকলে চিন্তা আরও বেড়ে যায় যখন খারাপ চিন্তা চলে আসে । চেষ্টা করছি এগুলো চিন্তা যেন না আসে কিন্তু পারছি না। একটার পর একটা চিন্তা ঘুরতে থাকে আর কিছুক্ষণ পর বা চিন্তা করার পরপরই সন্দেহ হয় এগুলো মুখে বলেছি নাকি মনে মনে । কিছু মানুষ তো থাকে নিজেই নিজের সাথে কথা বলে আমিও আগে এমন করতাম তাই ভয় লাগে বাজে চিন্তা মুখে বলেছি নাকি মনে মনে। একা থাকলে কান্না আসে এতোটা অসহায় লাগে নিজেকে তা বুঝাতে পারবো না। ইস্তেগফার, দরুদ পরতে থাকি তবুও চিন্তা আর যায় না একটা শেষ হলে আরেকটা নিয়ে চিন্তা হয়। আমার জন্য শরীয়তের হুকুম কি? আমি স্বাভাবিক থাকতে পারছি না, দোয়া,দুরুদ পড়ার জন্য মুখ খুলতেও কেমন যেন লাগে। কিছু চিন্তা করলে ওটা যদি পরে মনে না থাকে কি নিয়ে চিন্তা করেছি তখন টেনশনে পরে যাই ঈমান নিয়ে। ঈমান নিয়ে সবসময় ভয় লাগে।নামাজ পরতে গেলে গালিগালাজ চলে আসে।আমি আগে রেগে গেলে একটা বাজে শব্দ উচ্চারণ করতাম কিন্তু এখন আমি এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি। আমি এসব মনেও আনতে চাই না কিন্তু সারাদিন উঠতে বসতে এরকম ইসলামিক বিষয় এ গালিগালাজ চলে আসে। আমি মুক্তি চাই কিন্তু এগুলো কিভাবে চলে আসে আমি পাগল হয়ে যাবো মনে হচ্ছে। নিজেকে বড় গুনাহগার মনে হয়, একা থাকলে মুখ একদম অফ করে বসে থাকি কতক্ষণ আর এভাবে থাকা যায়!! খুব কষ্ট হয় শুধু মনে হয় এ বুঝি কিছু খারাপ কথা বের হয়ে যাবে মুখ থেকে। আমি কি ওয়াসওয়াসা রোগী?? আমার জন্য কি কোনো ছাড় আছে শরীয়তে? একটু দয়া করে জানাবেন ইনশাআল্লাহ।