আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ শায়েখ!
আমার বাবা মারা যাওয়ার আগে আমার নামে একটা এফডিআর একাউন্ট করে গিয়েছিলেন। আমার ১৮ বছর হওয়ার পর আমার একাউন্টে টাকা আসে। অনেক বছরে ঐ টাকার সাথে অনেক বড় এমাউন্টের সুদ জমে যায়, প্রায় দুই লাখের কাছাকাছি। তো আমার নানা বলছিলেন আমাদের দূর সম্পর্কের এক আত্মীয় যারা দুই ভাই বোন। দুজনই বৃদ্ধ, বৃদ্ধা বোনের বিয়ে হয়নি, আর বৃদ্ধ ভাই অচল। তো নানাভাই বলছিলেন ঐ টাকা দিয়ে যদি উনাদের একটা অটোরিকশা কিনে দেওয়া হয়, যেটার ভাড়ার টাকায় উনাদের সংসার চলবে তাহলে ভালো হতো যেহেতু সুদের টাকা দান করলে সওয়াব হয় না।
তো, সম্মানিত শায়েখ, আমার জানার বিষয় হচ্ছে সুদের টাকাটা এভাবে খরচ করা ঠিক হবে কী না?