আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
21 views
in ওয়াসওয়াসা by (5 points)
https://ifatwa.info/130693

এখানে বলে আছে প্রেমের উদ্দেশ্য নক করলেই তালাক হবে এবং আমার স্বামী আরো বলেছিলেন "তুমি তো জানো কাকে তুমি পছন্দ করতা অতীতে তাদের নক দিবা না মোটকথা পছন্দ করো এমন কাউকে নক দিবা না " তবুও নাম বলছি কে কে তারপর কিছু নাম বলে . এখন সমস্যা হচ্ছে শর্ত দেওয়ার আগে অতীতে একটা মাশয়ালা নিয়ে কথা বলতে একজন হুজুরের সাথে কথা হয়েছে তখন আমি মনে মনে বলছিলাম উনি কত ভালো মাদ্রাসা শিক্ষা থেকে আসছে তাই তো ব্যবহার ভালো , সুন্দর করে কথা বলে, আমার স্বামী এমন করে বলে যাতে ব্যবহার তা দোয়া করছিলাম, (শেষ এগুলো শুধু মনে মনে ধারনা ছিল এছাড়া কিছু না ) এখন শর্ত দেওয়ার পর উনার সাথে আমার আবার যোগাযোগ হয় শুধুমাত্র তালাক মাশয়ালা নিয়েই কথা হয় । কথা বলার সময় আমার বারবার মনে হচ্ছিল পূর্বের করা ধারনা নিয়ে মন বারবার বলছিল আমি তো অতীতে উনাকে পছন্দ করেছি ভালো ধারণা করছি এর জন্য কি শর্ত ভঙ্গ হলো কিনা। যতটুকু কথা হয়েছে পুরো টাইম আমি বেশ নার্ভাস ছিলাম কি হবে ভেবে তাই একবার একটু অস্বস্তিকর হাসি দিয়ে কথা বলে শেষ করি (কথা মাশয়ালা নিয়ে বলেই শেষ কিন্তু মনে সন্দেহ জাগে প্রচুর যে  হাসি দেওয়া নিয়ে এবং মনে মনে করা পূর্বের ধারনা নিয়ে)
এখানে আপনি ক্লিয়ার করেছেন তবে আমার একটি ব্যাপারে সন্দেহ আছে। আমি ওয়াসওয়াসা রোগী আমার স্বামীর দেওয়া শর্ত নিয়ে অনেক টেনশনে আছি যাই করি মনে হয় শর্ত ভঙ্গ হলো কিনা, তালাক হলো কিনা সবসময় এ ব্যাপারে সন্দেহ হতেই থাকে। আমাকে একটু বলবেন শর্ত ভঙ্গ হলো কিনা এবং ওয়াস ওয়াসার দেওয়া কোর্স করছি আলহামদুলিল্লাহ অনেক কমেছে বাট এই ঘটনা নিয়ে অনেক টেনশনে ছিলাম তাই একটা উওর দরকার।

1 Answer

0 votes
by (731,280 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
https://ifatwa.info/130693  নং প্রশ্নোত্তরে বলেছিলাম যে,
ইয়াকিন বিশ্বাস ব্যতিত কোনো হুকুম প্রমাণিত হয়না। যেমন ইতিপূর্বে একটি মূলনীতি আমরা উল্লেখ করেছি যে, আল্লামা ইবনে নুজাইম রাহ,লিখেন,
اﻟْﻘَﺎﻋِﺪَﺓُ اﻟﺜَّﺎﻟِﺜَﺔُ: اﻟْﻴَﻘِﻴﻦُ ﻻَ ﻳَﺰُﻭﻝُ ﺑِﺎﻟﺸَّﻚِّ - ﻭَﺩَﻟِﻴﻠُﻬَﺎ ﻣَﺎ ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻣَﺮْﻓُﻮﻋًﺎ {ﺇﺫَا ﻭَﺟَﺪَ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﻓِﻲ ﺑَﻄْﻨِﻪِ ﺷَﻴْﺌًﺎ ﻓَﺄَﺷْﻜَﻞَ ﻋَﻠَﻴْﻪِ ﺃَﺧَﺮَﺝَ ﻣِﻨْﻪُ ﺷَﻲْءٌ ﺃَﻡْ ﻻَ ﻓَﻼَ ﻳَﺨْﺮُﺟَﻦَّ ﻣِﻦْ اﻟْﻤَﺴْﺠِﺪِ ﺣَﺘَّﻰ ﻳَﺴْﻤَﻊَ ﺻَﻮْﺗًﺎ، ﺃَﻭْ ﻳَﺠِﺪَ ﺭِﻳﺤًﺎ} 
ভাবার্থঃ তৃতীয় উসূল,ঈয়াক্বিন(দৃঢ় বিশ্বাস)সন্দের দ্বারা খতম হয় না। [তথা কারো কোনো বিষয় সম্পর্কে দৃঢ় বিশ্বাস থাকলে, সে বিষয় সম্পর্কে বিপরিত কোনো সন্দেহের উদ্রেক হলে পূর্ব বিশ্বাসের কোনো ক্ষতি হবে না।অর্থাৎ নতুন করে জন্ম নেয়া সন্দেহ অগ্রহণযোগ্য ]
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/293

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে তালাকের শর্ত ভঙ্গ হবে না। তালাক পতিত হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...