আসসালামু আলাইকুম
আমার বান্ধবীর তালাক হয়ে যাবে ফয়সালা হইসে,,, ওর আগে এক মাদ্রাসায় চাকরি করতো হাসবেন্ড এর অনুমতিতে। কিন্তু পরবর্তীতে তার হাসবেন্ডের বাবা মায়ের অপছন্দ হওয়ায় না করে।এখন তালাকের পর ওর ভরণপোষণের জন্য আবারো ওই মাদ্রাসায় চাকরি করা যাবে ইদ্দত চলাকালীন সময়ে?? ওর পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না তাই পরবর্তী
ভরণপোষণের জন্য চাকরিটা দরকার। এখন ওকে ওই মাদ্রাসায় আবার জয়েন হতে বলছে টিচার লাগবে তাই।এখন না হলে পরবর্তী তে এখানে আর সুযোগ থাকবে না। পরিবেশ মানসম্মত আর পর্দার সমস্যা নাই। কিন্তু মাঝে মাঝে সন্ধ্যার পর বা রাতে ক্লাস নিতে হতে পারে ,,, বাসার কাছেই মাদ্রাসা ।
এখনও যেহেতু তালাক হয়নি ,, তাই এখন কি চাকরি টা করতে পারবে ? কিন্তু ওর স্বামীর সাথে যোগাযোগ নেই । ওর বাসা থেকে চাকরি টা করার জন্য প্রেশার দিচ্ছে ,, যেহেতু আর্থিক অবস্থা ভালো না । আর এখন চাকরি টা জয়েন করলে এরপর ১/২ মাসের ভিতর তালাক হয়ে গেলে তখন কি ইদ্দতের সময় চাকরি টা চালিয়ে যেতে পারবে কি না ?
করণীয় কি?