আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
37 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (45 points)
আসসালামু আলাইকুম। কিছু প্রশ্নের উত্তর জানতে চাই...
১.ফল পচে গেলে কি নাপাক হয়ে যায়?
২.শাক সবজি পচে গেলে কি নাপাক হয়ে যায়?
৩.কানের খৈল কি নাপাক?
৪.চোখের ময়রা, কেতুর কি নাপাক?
৫.প্রস্রাবের রাস্তায় চিনির দানা পরিমান টিস্যু আটকে গেলে তা বের না করে ফরজ গোসল করলে ফরজ গোসল আদায় হবে কি?
৬. অমেরুদণ্ডী কিটপতঙ্গ হাতে চাপ লেগে তার ভিতরের অংশ, রস শরীরে বা কাপড়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে কি?
৭.কেউ যদি তার স্ত্রীকে বলে " তার ইচ্ছা তার বাচ্চা হলে আশেপাশের মানুষকে মিষ্টি খাওয়াবে" এটা বললে কি মানত হয়ে যাবে? মিষ্টি খাওয়ানি আবশ্যক হয়ে যাবে?
৮.কেউ যদি তার স্ত্রীকে বলে " তার ইচ্ছা তার যদি বাচ্চা হয় আশেপাশের মানুষকে ভাত  খাওয়াবে" এটা বললে কি মানত হয়ে যাবে? ভাত খাওয়ানি আবশ্যক হয়ে যাবে? আবশ্যক হলে কত জনকে খাওয়াতে হবে?
৯.কেউ যদি তার স্ত্রীকে মানতের  নিয়ত না করে শুধু মনের ইচ্ছা প্রকাশ করতে বলে যে  " তার ইচ্ছা তার বাচ্চা হলে আশেপাশের মানুষকে মিষ্টি খাওয়াবে" এটা বললে কি মানত হয়ে যাবে? মিষ্টি খাওয়ানি আবশ্যক হয়ে যাবে?
১০.কেউ যদি তার স্ত্রীকে মানতের নিয়ত না করে শুধু মনের ইচ্ছা প্রকাশ করতে  বলে " তার ইচ্ছা তার যদি বাচ্চা হয় আশেপাশের মানুষকে ভাত  খাওয়াবে" এটা বললে কি মানত হয়ে যাবে? ভাত খাওয়ানি আবশ্যক হয়ে যাবে?
১১.কেউ যদি মানত করে যে তার সন্তান হলে আশেপাশের  মানুষকে মিষ্টি খাওয়াবে আর সন্তান হওয়ার পর আশেপাশের মানুষকে মিষ্টি না খাওয়ায় ও মানত ভাঙ্গার কাফফারাও না দেয় তাহলে কি তাদের সন্তান অবৈধ হয়ে যাবে কি? নাকি স্বামী শুধু  গুনাহগার হবে?
১২. কেউ যদি ফরজ গোসলে নাভির নিচে  ও হাটুর উপরে কাপড় পরিধান করে গোসলের ফরজ গুলো আদায় করে তাহলে কি ফরজ গোসল আদায় হবে ও সহিহ হবে?

1 Answer

0 votes
by (704,880 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
না, ফল পচে গেলে নাপাক হয় না, যতক্ষণ পর্যন্ত তাতে কোনো নাপাক বস্তু (যেমন পেশাব, মল, রক্ত ইত্যাদি) মিশে না যায়।

ইসলামী ফিকহে কোনো জিনিসকে নাপাক (نجس) বলা হয় তখনই, যখন তা নিজে নাপাক হয় (যেমন মল, পেশাব, রক্ত ইত্যাদি) অথবা নাপাক বস্তুর সংস্পর্শে এসে পরিবর্তিত হয় (রং, গন্ধ বা স্বাদ বদলে যায়)।

আল-ইমাম নববী (রহ.) বলেন:

"كل طاهرٍ إذا تغير بنفسه أو بطول مكثه لا ينجس"
অর্থাৎ — “যে জিনিস মূলত পবিত্র, যদি তা নিজে থেকেই বা দীর্ঘ সময় থাকার কারণে পরিবর্তিত হয়, তাহলে তা নাপাক হয় না।”
 (আল-মাজমু’ ২/৫৬৮)

সুতরাং, ফল শুধু পচে গেলে তা “নাপাক” হয় না; শুধু “অখাদ্য” বা “বিবর্জনীয়” হয়ে যায়।

(০২)
না, শাকসবজিও নাপাক হয় না।

যদি কোনো নাপাক বস্তুর সংস্পর্শে না আসে, তবে তা শুধু নষ্ট বা দুর্গন্ধযুক্ত হয় — কিন্তু শরীয়তের দৃষ্টিতে পবিত্রই থাকে।

ইবনে হুমাম (রহ.) বলেন:

"ما كان طاهرا في أصله لا ينجس بتغيره بنفسه"
“যে বস্তু মূলত পবিত্র, তা নিজে নিজে পরিবর্তিত হয়ে নাপাক হয় না।”
(فتح القدير 1/226)


(০৩)
না, কানের খৈল নাপাক নয়।

এটি শরীর থেকে নিঃসৃত এমন কিছু, যা পেশাব, মল, বীর্য, মযী, রক্ত ইত্যাদির মতো নয়, বরং ঘামের মতোই পবিত্র।

ইমাম নববী (রহ.) বলেন:

 "وكل ما خرج من البدن من نحو العرق والدمع والمخاط والريق والوسخ فطاهر"
অর্থাৎ — “ঘাম, অশ্রু, নাকের পানি, লালা, শরীরের ময়লা— এগুলো সবই পবিত্র।”
(شرح النووي على مسلم, 3/186)

কানের খৈলও “وسخ” (শরীরের ময়লা)-এর অন্তর্ভুক্ত। তাই এটি পবিত্র।

(০৪)
না, চোখের ময়লাও নাপাক নয়।

এটি শরীরের প্রাকৃতিক নিঃসরণ, ঘাম বা নাকের পানির মতোই পবিত্র।

ইমাম কাসানী (রহ.) বলেন:

"العين وما يخرج منها طاهر"
“চোখ ও চোখ থেকে যা বের হয়, তা পবিত্র।”
(بدائع الصنائع 1/64)

এছাড়া হাদীসে বা সাহাবিদের আমলে চোখের ময়লাকে নাপাক বলা হয়নি — বরং ওযু বা নামাজের জন্য এটি কোনো বাধা নয়।

৫.
এতে ফরজ গোসল আদায় হয়ে যাবে।

৬. 
অমেরুদণ্ডী কিটপতঙ্গ (যেমন: মশা, মাছি, পিপড়া, তেলাপোকা, উকুন, ছারপোকা ইত্যাদি) যদি মারা যায়, এবং তার ভেতরের রস বা রক্ত শরীরে বা কাপড়ে লাগে, তাহলে  তা নাপাক হবে কিনা,এই ব্যপারে শরীয়তের মূলনীতি (قاعده):

যেসব প্রাণীর রক্ত প্রবাহিত হয় না (لا نفس له سائلة) — অর্থাৎ, যাদের শরীরে রক্ত থাকে না বা রক্ত প্রবাহিত হয় না —
তাদের মৃত্যু বা রস লাগা নাপাক নয়।

হাদীস শরীফে এসেছেঃ- 

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ:
«إِذَا وَقَعَ الذُّبَابُ فِي شَرَابِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ كُلَّهُ ثُمَّ لِيَنْزِعْهُ، فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ دَاءً، وَفِي الْآخَرِ شِفَاءً»

অর্থ:
“তোমাদের কারও পানীয়তে যদি মাছি পড়ে, তবে তা সম্পূর্ণ ডুবিয়ে তুলে ফেলবে; কারণ এর এক ডানায় রোগ এবং অন্যটিতে তার প্রতিষেধক আছে।”
 (সহীহ বুখারী, হাদীস: 3320)

রাসুল ﷺ মাছি পানীয়তে পড়লে তা ফেলে দিতে বলেননি। অর্থাৎ মাছি মরলে ও পানীয় নাপাক হয় না।
তাই বোঝা যায় — মাছি (এবং এ-ধরনের প্রাণী) নাপাক নয়।


 “ما لا يسيل دمه إذا مات لا ينجس الماء ولا الثوب ولا البدن”
অর্থ: “যে প্রাণীর রক্ত প্রবাহিত হয় না, তার মৃত্যুতে পানি, কাপড় বা দেহ নাপাক হয় না।”
 (الدر المختار، رد المحتار 1/333)

অর্থাৎ — মশা, মাছি, পিপড়া, উকুন, তেলাপোকা ইত্যাদির ভেতরের রস বা রক্ত লাগলে নাপাক হয় না।

৭.
এটা বললে মান্নত হয়ে যাবেনা।
এমতাবস্থায় মিষ্টি খাওয়ানো আবশ্যক হয়ে যাবেনা।

৮.
এটা বললে মান্নত হয়ে যাবেনা।
এমতাবস্থায় কাউকে ভাত খাওয়ানো আবশ্যক হয়ে যাবেনা।

৯.
এটা বললে মান্নত হয়ে যাবেনা।
এমতাবস্থায় মিষ্টি খাওয়ানো আবশ্যক হয়ে যাবেনা।

১০.
এটা বললে মান্নত হয়ে যাবেনা।
এমতাবস্থায় কাউকে ভাত খাওয়ানো আবশ্যক হয়ে যাবেনা।

১১.
এক্ষেত্রে মান্নত হয়ে যাবেনা।
এমতাবস্থায় মিষ্টি খাওয়ানো আবশ্যক হয়ে যাবেনা।

১২. 
এক্ষেত্রেও ফরজ গোসল আদায় হবে ও সহিহ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (45 points)
কেউ যদি তার স্ত্রীকে বলে " তার ইচ্ছা তার যদি বাচ্চা হয় তাহলে  আশেপাশের ঘরগুলোতে মিষ্টি বিতরন করবে " এটা বললে কি মান্নত হয়ে যাবে ?
by (704,880 points)
এ প্রশ্নটি আপনি একাধিক বার করেছেন।
উক্ত প্রশ্নের আর জবাব দেওয়া হবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...