আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
21 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
Assalamualaikum Warahmatullah.ami akta bishy janar silo .Ami pray AK bochor thke porda korar chesta korsi.kintu puropurivbe partesina..ashle keno amr sthe amn hoy Ami bjtesina.ami shopne pray nijek beporday Dekhi .abr reality teo tmn Hy..mne hotath korei manush amr smne chle ase. Jmn bashay asi SBR sthe, hotath korei onno manush chle Ashe r amk dekhe fele.abr amn hy j jkhne sadharonoto karo ashar ktha na oismy ktha thke manush chole ase..keno amr sthe amn hsse Ami bjtesina..bashay ba meche asi skhneo safe na.ami ki korbo ..sbsmy to r hijab pore thka jayna.jmn ajk room thke bar hoye basin e gesi khawa shesh e ,jehetu meyeder mech  shadaronoto Kew ashbe na .kintu hotath kore akta purush manush chle ashche r oismy Ami thik gate ar kasei daray silm ..r lokta amk dekhte paise.ami ki krbo..amr sthei Kno barbar amn hy.ami r kivbe porda korbo.

02.arekta bishy..amr hotath hotath korei Mon onk khrp hye jay..tkhn kisui vlo lge na.khli kanna Korte essa kore .huday katte essa kore .bashar karo sthe ktha blte essa korena.porashunateo Mon dite parina .sob kisu chere dei..namaj porteo vlo lge na..mne hy Allah amk valobashe na .mne Hy jno ar thke more jawa vlo .ble rakhi Ami Dhaka Dental College ar student silm ,only 3 months cls krsi .surute sob kisu thiki silo .trpr aij amn Mon khrp hye jeto.vlo lgto na..shudhu bashay ashte essa krto.porte essa krto na..onk osthir lgto.kannakati krtm.mne hoto Ami prbo na ato pressure nite.ato osthir lgto j more jete essa krto.tai dental chere dilm .okhne akdm vlo lgto na .abbu Ammu ate onk kosto paise .Ami ishtekhara o krsi ..konovbei amr okhne jete essa kortona.onno mababar cheye amr abbu Ammu onk sacrifice krse r tdr Ami ai protidan dissi..akhn akta public versity te asi barir kasei .kintu akhno amr amn hsse porte vlo lge na .kisui hsse na amk diye.na Ami duniya r jnno kisu krte parsi na akhirater jnno .ai depression ar jnno Ami ibadot o krte parina .kisui vlo lge na krte.

Question:amr ishtekhara ki vul hoise? Mne dental chara ki vul hoise? Jdio akhne alhamdulillah ager thke vlo asi.

Question:abbu ammur jnno duniyay kisu krte prbo kina jni na.kintu akhirater jnno Ami ki krte pari jno Tara Bina hishebe jannate jay .

Question:amr ki jadur problem ase? AK pir dekhsilm uni blsilo Kew khrp Jin lagaise.trpr sura falaq Nas pore Pani khaisilm .trpr thke vloi silm ..kintu abr amn hsse

1 Answer

0 votes
by (704,880 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ [٢٤:٣٠] 

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [٢٤:٣١] 

মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।

ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও। {সূরা নূর-৩০-৩১}

يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِنَ النِّسَاءِ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا (32) وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى

হে নবীর স্ত্রীগণ! তোমরা অন্য নারীদের মত নও [ইহুদী খৃষ্টান)। তোমরা যদি আল্লাহকে ভয় পাও তবে আকর্ষণধর্মী ভঙ্গিতে কথা বলনা, যাতে যাদের মাঝে যৌনলিপ্সা আছে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়। বরং তোমরা স্বাভাবিক কথা বল। এবং তোমরা অবস্থান কর স্বীয় বসবাসের গৃহে, জাহেলী যুগের মেয়েদের মত নিজেদের প্রকাশ করো না। {সূরা আহযাব-৩২}

وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ

অর্থ : আর তোমরা তাঁর (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর স্ত্রীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্য এবং তাঁদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। {সূরা আহযাব-৫৩}

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
উপরোক্ত আয়াত সমূহে পরিস্কার ভাষায় মেয়েদের অন্যের সামনে নিজেকে প্রকাশ করতে, অপ্রয়োজনে কথা বলতে, আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলতে নিষেধ করা হয়েছে। যা পরিস্কার ভাষায় জানাচ্ছে যে, প্রয়োজন ছাড়া মেয়েদের সাথে কথা বলা জায়েজ নয়।

দ্বীনী বা বৈধ কোন জরুরী বিষয় থাকলে পর্দার আড়ালে থেকে কম কথায় শেষ করে নিবে। অযথা কথা বলা হারাম।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনি বাহিরে বের হওয়ার সময় হাত-পা চেহারা সহ পূর্ণ শরীর আবৃত করে বাইরে বের হবেন।

বাসায় থাকা অবস্থায় নিজ ঘরে আপনি পর্দা লাগাবেন এবং সকলকে বলবেন আপনার ঘরে যেনো আপনি থাকা অবস্থায় কোনো গায়রে মাহরাম কেহ প্রবেশ না করে।

বিশেষ প্রয়োজনে প্রবেশের ক্ষেত্রে গায়রে মাহরাম যেনো অনুমতি নিয়ে প্রবেশ করে এবং তার মধ্যেউ যেন আপনি পর্দায় আবৃত হতে পারে।

আর নিজ ঘর হতে বের হয়ে যেখানে গায়রে মাহরাম আসার সম্ভাবনা আছে, আপনি সেখানেও হিজাব পড়ে বের হবেন। যথাযথ ব্যবস্থা নিলে আপনি অবশ্যই পূর্ণ পর্দা করে চলতে পারবেন, ইনশাআল্লাহ।

(০২)
ক, মনে হচ্ছে যে আপনার ইস্তেখারা ভুল হয়নি। আপনার সিদ্ধান্ত সঠিক বলেই মনে হচ্ছে।

আপনার জন্য করনীয় কিছু আমলঃ-

খ, তাদের জন্য নফল ইবাদত দান সদকাহ ইত্যাদি করে ছওয়াব পাঠাতে পারেন।

গ, না আপনার জাদুর প্রব্লেম নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
Amar Quran ar hafeza howar onk essa shudhu matro abbu ammur jnno.tader jannate jawar karon hote chai.kintu amr khub vy Hy j Ami parbona.amne sura mukhosto kortei to onk smy lge.kintu amr onk essa.hafeza Howa chara r Kono upay ase ki ma Babar jannater karon howar?
by (704,880 points)
হাফেজাহ হওয়া ছাড়াও সন্তান নানাভাবে মা-বাবার জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে।

 মূল কথা হলো, সন্তান যদি সৎ, নেক ও আল্লাহভীরু হয়, তাহলে তার নেক আমল ও দোয়ার মাধ্যমে মা-বাবার মর্যাদা আল্লাহ তায়ালা বাড়িয়ে দেন।

★সন্তানের দোয়া:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি বিষয় ছাড়া—
(১) সদকা জারিয়া,
(২) এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়,
(৩) নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।”
— (সহীহ মুসলিম: 1631)

অর্থাৎ, যদি সন্তান নেক হয় এবং নিয়মিত মা-বাবার জন্য দোয়া করে, তাহলে আল্লাহ তায়ালা সেই দোয়ার মাধ্যমে মা-বাবার মর্যাদা বৃদ্ধি করেন।


★সন্তানের নেক আমল মা-বাবার জন্য সওয়াব বয়ে আনে:
ইমাম নববী (রহ.) বলেছেন, সন্তান যদি ভালো কাজ করে, তবে সেই সওয়াবের অংশ মা-বাবার জন্যও লেখা হয়, কারণ সন্তান তাদেরই প্রচেষ্টা ও শিক্ষার ফল।

★সদকায়ে জারিয়াহ, ইলমে নাফে ইত্যাদি মাধ্যমে উসিলা:

যদি সন্তান কোনো মসজিদ, মাদ্রাসা, কূপ, বা কল্যাণমূলক কাজ করে — এই সওয়াবও মা-বাবার জন্য জারি থাকতে পারে, যদি তাদের নিয়ত বা অংশ থাকে, বা সন্তান তাদের নামে করে।
by
Jajakillahu Khairan

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...