আমি একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের Agricultural Finance এর স্টুডেন্ট। আমাদের একটা কোর্স আছে Microfinance Management নামে।
এই কোর্সে কিছু টপিক আছে যেমন- microfinance এর উপকারিতা, কৃষি উন্নয়নে microfinance এর অবদান, আর্থ-সামাজিক উন্নয়নে এবং দারিদ্র্য কমাতে microcredit এর অবদান। পাশাপাশি microfinance এর কিছু অপকারিতাও পড়ায়।
Microcredit গুলোতে high interest rate থাকে,,,এটার উপর তেমন ফোকাস করেনা। শিটের টপিকগুলোতে বেশিরভাগই উপকারিতা লিখা আছে। এগুলো আমি বিশ্বাস করিনা এবং মানি না।
এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে শিটের মতো হুবহু লিখে উত্তর দেয়া জায়েজ হবে?