একটা post নিম্নরূপ
আপনি কি এমন একজন হতে চান, যাকে দেখে নবী ও শহীদগনও হিংসা করবেন?
তাহলে কেবল এই একটা কাজের প্রচেষ্টা আজকে থেকেই শুরু করুন,
"আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসুন।"
এমন কাউকে, যাকে আপনি স্বাভাবিকভাবে ভালোবাসেন না, যাকে দেখলে বিরক্তি লাগে, মুখ ফিরিয়ে নিতে ইচ্ছে করে, দশ হাত দূরে থাকতে ইচ্ছে করে। যার অন্তরের অন্ধকার আপনার চারিদিকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে চায়। যার অন্তরের বিষ আপনার অন্তরকে বিষিয়ে তোলে।
ঠিক তার জন্যই, একটুখানি হাসি দিন, তার মধ্যে ভালোটা খোঁজার চেষ্টা করুন, তার সাথে কিছু সুন্দর কথা বলুন, তাকে এমন অনুভব করান যেন তার জন্য আপনার অন্তরে সত্যিই ভালোবাসা আছে! সম্ভব হলে, তাকে একটি ছোট উপহার দিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যেভাবে আপনার কোন প্রিয় মানুষের জন্য আপনার মুখ থেকে গীবত বের হবে না, একইভাবে তার জন্য গীবতকে পরিহার করুন।
শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। ❤️
রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
“যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে, তারা নূরের মঞ্চের উপর থাকবে। নবী ও শহীদরাও তাদের মর্যাদা দেখে হিংসা করবে।”
[তিরমিজি, আহমাদ]
আরেকটি হাদিসে রাসূল্লুল্লাহ ﷺ বলেছেন,
“যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, কিয়ামতের দিনে তারা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে।”
[সহীহ মুসলিম]
বোনাস: আপনি যদি এই কাজটা ডেডিকেশনের এর সাথে প্রতিনিয়ত করে যান, ইন শা আল্লাহ, অচিরেই আপনার এই জোর করে ভালোবাসা স্বতঃস্ফূর্ত ভালোবাসায় পরিণত হবে। কারন আপনার ভালোবাসাই আপনার সেই অপছন্দনীয় মানুষটার অন্তরে ভালোবাসা প্রস্ফুটিত করবে। আপনার ভালবাসা হবে সেই 'নূর' যা তার অন্তরের অন্ধকারকে মিটিয়ে দিতে শুরু করবে।
আলো আর অন্ধকার কি কখনও একসাথে অবস্থান করতে পারে?
...
কথাগুলো কি ঠিক আছে? নবী ও শহীদগণও এমন ব্যক্তিকে দেখে হিংসা করবে?