আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ মোহতারাম
আপনার কাছে আগে একটা প্রশ্ন করেছিলাম যে ভালোভাবে লজ্জাস্থান কাপড় দিয়ে মুছে নামাজে দাড়ালে।নামায শেষে লজ্জাস্থান এর মুখে আঙুল রাখলে কিছুটা হালকা তরল দেখা যায় যা গড়িয়ে পড়ে না
তার উত্তরের আপনি বলেছিলেন
~ নামাজ শেষে জরায়ুর মুখে আঙ্গুল রাখলে পানির মতো দেখা যায় যা একদম হালকা হাতের তালু ঘামলে যেমন চকচক করে তেমন, কখনো একটু বেশি তরল তবে গড়িয়ে পড়ে না। দুই আঙুল দিয়ে ঘষা দিলে শুকিয়ে যায়। এর জন্য অযু ভেঙ্গে যাবে না।
১, আমার প্রশ্ন হচ্ছে, আমি বেশিরভাগ সময়ই দেখি আমার সেলোয়ারে অনেক পাতলা সাদাস্রাবের দাগ।নামাজের আগে আমি কাপড় পরিবর্তন করেই নামাজ পড়ি।এক্ষেত্রে কি উপরের উত্তর অনুযায়ী অযু ভাঙবে না?কারন যেই পানির মতো তরল আঙুলে দেখা যায় তাতে সাদাস্রাব কোনো আলামত ছিলো কিনা আমি তো জানি না।
২, আবার যদি এমন হয় আঙুলে দেখা যায় পানির মতো কিন্তু কোনো কালো কাপর দিয়ে দেখলে তা শুকালে কিছুটা সাদা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে অযু ভেঙে যাবে কি?
৩, আমার গত মাসে পিরিয়ডের আগে ৩/৪ দিন হলুদ স্রাব গেছে তার পর ১ দিন পবিত্র থেকে হায়েযের রক্ত আসছে যা অভ্যাস অনুযায়ী ৯ দিন ছিলো।গত মাসে প্রথম থেকেই হায়েয ধরেছি পরের গুলো ইস্তিহাযা ধরে নামাজ পড়েছি। কিন্তু এ মাসেও একই অবস্থা। এখন আমি কি হায়েয রক্ত যেদিন দেখবো সেদিন থেকেই হায়েয ধরবো? না হলে পরে রক্ত নিয়ে নামাজ পড়াটা খুবই খারাপ লাগে, খুশুখুযু থাকে না।আর প্রথম দিকে যে হলুদ স্রাব যায় তা খুবই সামান্য তাও আবার ১/২ ওয়াক্তে টিস্যু দিয়ে দেখলে খুবই হালকা হলুদ স্রাব। দয়া করে পরামর্শ দিয়ে সাহায্যে করুন, উস্তাদ।