একদিন ইস্তিজার শেষ এ তারা থাকার কারনে তাড়াতাড়ি বের হয়,, আমার পুরোপুরি পাক হতে সময় লাগে
কাজ শেষ করে দেখি প্রসাব বের হয়ে গেছে,,
কষ্টে আমি বলে ফেলি "এত নিয়ম মানতে পারব না,
আজাইরা নিয়ম" সাথে সাথে হুশ ফিরে,, আমজ আসলে আল্লাহর বিধান কে কটুবাক্য করি নি,, আমি আল্লাহ কে মানি, ভয় করি,, কিন্তু কেন যে বল্ব ফেললাম এইভাবে বুঝি নি,,
ইমান এর কি সমস্যা হবে?