আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
"সাদা স্রাব বের হলে ওজু ভাঙার বিষয়টা" এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা মাস‌আলা। এখন"হানাফী" মাযহাবে ওজু ভাঙবে আর "সালাফী" মতে ওজু ভাঙবে না । কিন্তু আল্লাহ তাআলা তো মাযহাব দিয়ে বিচার করবেন না। ধরুন সাদা স্রাব বের হলে ওজু ভেঙে যাবে এটাই সঠিক। তাহলে যারা "সালাফী" সে সমস্ত মহিলারা তো স্রাব বের হলেও নামাজ চালিয়ে যান। তাহলে কি ওনাদের নামাজ হবে না?