তাআসসালামু আলাইকুম,
আমি এবং আমার পরিবার বড় ধরনের বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি বেশ অনেকে বছর। তো এই ব্যাপারে জেনে আমাকে পরিচিত একজন পরামর্শ দিয়েছিলেন একজনের সাথে দেখা করতে- যার ব্যাপারে বলা হয়েছিল উনি আল্লাহর অলি। ত আমার আব্বু কে নিয়ে যাওয়ার পর তিনি আমাকে বললেন তোমাকে তো আমি চিনিনা, তোমার ব্যাপারে জানিনা, এক সপ্তাহ ইস্তিখারা করি, তুমি এক সপ্তাহ পরে আসো। এদিকে আমার হাসবেন্ড ও তার পরিবার এর সাথে আমার হঠাৎ করেই মনোমালিন্য হওয়াই ছিল অনার কাছে যাওওার কারন - সে (আমার হাসবেন্ড) আমার ফোন ধরছিলনা বেশ অনেকমাস। তো যার কাছে গিয়েছিলাম উনি আমার মা-বাবার নাম কিছু জিজ্ঞেস করেন নাই, আমার কাছে সুনে বলল তুমি ফোন দাও, আমি বললাম ফোন দিলে ধরেনা, তখন উনি বললেন আমার সামনে এখন দাও, দেয়ার পর প্রায় সঙ্গে সঙ্গেই আমাকে মেসেজ দেয়। যেতা আগে দেয়া বন্ধ করে দিয়েছিল। আর উনি ওর এবং ওর পরিবার এর ব্যাপারেও বেশ কিছু কথা বলছিলেন আমাকে। এখন এই ওনার ইস্তিখারা পরা এবং পরে আমার ব্যাপারে জানা এটা কি সম্ভব?
আমি আবার ওনার কাছে যাব কিনা, যাওয়া বা কিছু ব্যাপারে জানতে/ বুঝতে চাই- এতা কি জায়েজ হবে? উনি আমাকে বলছিলেন- ছেলেকে নিজ থেকে তমার কাছে আস্তে হবে- ছেলে না আসলে এই সংসার হবেনা। এবং ছেলে এই এতো বছরে কখনই আমার কাছে আসেনাই। আমি গিয়েছি, কথা বলতে- মিমাংসা করতে- কোন কাজ হয়নি।
এদিকে প্রায় মনোমালিন্য শুরু হওয়ার এক বছর পরে আমি একদিন ফজর পরে এক্তু ঘুমাই আর ঘুমে সপ্ন দেখি- আমার এক খালু আর আমার এক মামা কে- এবং মনে হল আমি সুনলাম কেউ বলল- "আমার ক্ষতি করছে", আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে পরি। অন্ন একদিন- মনে হল বজ্র কঠিন আওয়াজে কেউ বলল "তালাক"। এর বছর খানেক পরে ফজর পরে ঘুমালে দেখি বিশাল এক কুকুর আমার উপর লাফ দিয়ে পরছে- আমি লাফ দিয়ে ঘুম থেকে উথে পরি। আমি এটাকে ভুল ধরে মেনে নেই- এখন অনেক বছর পর তাদের অনেক কথা, আচরন বলে দিচ্ছে অই সপ্ন ্তা হয়ত সত্যি ছিল। আল্লাহু আলাম। মনোমালিন্য শুরুর কিছু মাস আগে আমার হাসবেন্ড আমাকে বলে সে পরপর ২দিন সপ্নে দেখছে যুদ্ধ হচ্ছে আর সে আমাকে নিয়ে এদিক অদিক দউরায় পালাচ্ছে। আর আরেকদিন দেখছে- অর বাবা র গায়ে রক্ত আর কবরস্থান। আর এদিকে আমার অই মামা একদিন বলে সে নাকি কাউকে দিয়ে যানার চেষ্টা করছেন- এবং সে (কোন হুজুর হবে- আমার থিক মনে নাই) বলছে- আমার সাথে জিন আছে যে আমাকে সংসার করতে দিবেনা। কিন্তু আমি কখনঅ কিছু বুঝিনাই।
আর মনোমালিন্য র বছর খানেক আগে আমার হাসবেন্ড ঘুম একদিন বলতেছিল- "আমার উপর কি পরে, আমার উপর কি পরে", অন্য একদিন দেখি ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা পরতেছে। আর বিয়ের আগে নাকি অ সপ্নে দেখছিম কেউ ওকে না করতেছে এখানে যেন বিয়ে না করে, করলে অর জীবন টা নস্ত হয়ে যাবে- আমাকে আমার আত্তিয় সজন রা ছতবেলা থেকেই অনেক হিংসা করে। আরে অর জীবন+ আমার জীবন দুইতা জীবন ই নস্ত হয়েই গেল।
এই রোজায় আমি তাহাজ্জুদ নামাজে কয়েকদিন আল্লাহ কে বলি আল্লাহ আপনি যদি চান আমরা সংসার করি, তাহলে আমার হাসবেন্ড যেন নিজ থেকে আমার সাথে যোগাযোগ করে। ইদের দুই দিন পর সে আমাকে প্রায় ২০ পৃষ্ঠার চিঠি লিখে পাঠায়- উল্লেখ্য, অনেক বছর সে আমার সাথে যোগাযোগ করেনাই, মাস খানেক আগে আমি আমার খালাকে জানাই, ত সে যোগাযোগ বন্ধ করে দেয় আবার এবং ওর বাবা বলে তালাক হয়ে গেছে- সংসার করা যাবেনা।
রুকইয়া করেছি নিজে নিজে অনেক বছর। এখন আমার হাসবেন্ড নিজেও অনেক অসুস্থ, আমিও। কিন্তু অর বাবা-মা সংসার করতে দিবেনা।
আমার আত্মীয়রা যারা আমার লেখাপড়া করা, ফেলোশিপ নিয়ে বিদেশে যাওয়ার চরমবিরোধী ছিধি- তারা পাগল হয়ে গেছেন (অনেকটা ক্ষুধার্ত নেকড়ের মতো) ছেলেমেয়ে- মেয়েজামাই, নাত্নি- এমনকি নিজেরা যাওওার জন্য- আর আমার শরীর- সম্মান সব যায়গায় নস্ত হয়ে যাচ্ছে- অথচ আমার রিজিক এর উতসই আমার লেখাপড়া। তারা ছেলেমেয়ের রেজাল্ট নিয়ে মিথ্যা বলতেছে- খুব অহংকার করতেছে- যেগুলো খুব দৃশ্যমান - খুব বেপরোয়া হয়ে গেছে।
আমার আব্বু-আম্মু- আমি সবাই অসুস্থ। যা প্রতিনিয়ত বারতেছে। কি করব, কিছুই বুঝতেছিনা।
আমাকে উত্তর এবং করনীয় জানাবেন।
জাযাকাআল্লাহু খাইরান।