আসসালামু আলাইকুম। আমি একজন চিকিৎসক। একজন মা।চিকিৎসা ক্ষেত্রে, আমাকে অনেক বেশি পড়াশোনা, জব এগুলিতে ফোকাস করতে হয় । নিজের আচার-আচরণ,অনেক সময় পরিবর্তন হয়।বাইরের stress সন্তানের উপর পড়ে অনেক সময় । এবং অনেক সময় নিয়মিত সালাত আদায় করা, সঠিক সময়ে সালাত আদায় করা ও কষ্টকর হয়ে যায়। স্বামীকেও সব যথেষ্ট সময় দেওয়া সম্ভব হয় না। এমত অবস্থায় মন সব সময় অস্থির থাকে, কোনভাবেই শান্ত হয় না। মনে হয় গুনাহ করছি। সাহাবীদের মত জীবন যাপন করতে পারছি না।আশারে মোবাশারা যারা ছিলেন তারাই সফলকাম। আখেরাতের জিন্দেগি নিয়ে খুব বেশি ভয় হয়, কবরের সঠিক জবাব দিতে পারব কিনা, এত লম্বা সময় পরকাল কাটাবো। প্রতিটা কাজের জন্য ভয় হয়। মনে হয় সব ছেড়ে দিয়ে বাসায় থাকি।
এদিকে বাসায় থাকলেও, মন অস্থির থাকে। কয়েকদিন ভালো লাগে এরপর আবার অশান্ত হয়ে যায়। বাইরের সবার বিভিন্ন ধরনের কথা শুনতে হয়। পরিবারের চাপ তো আছেই।এমত অবস্থায় ভয় হয়, আবার জব শুরু করলে, কোন কথায় কাজে স্বামীকে যদি আবার কষ্ট দিয়ে ফেলি, সেজন্য তো জাহান্নামী হতে হবে (আমার স্বামীকে ছোটখাটো কথার /কাজের মাধ্যমে অজান্তে কষ্ট দিয়ে ফেলে সরি বললেও ঠিক হতে চায়না, প্রতিটা এরকম ব্যাপারের জন্য এক দেড় মাস ঝগড়া থাকে, এর জন্যও তো জাহান্নামী হতে হবে আমাকে এই ভয় হয়)। এখন আমার স্বামী বলেন, তুমি জব না করলে ডিপ্রেশনে পড়ে যাবা। আমি আল্লাহর উপর একিন রেখেছি। আমি যদি চাকরিতে জয়েন না করি, এটা কি আল্লাহর জন্য করা হবে ?? আমি প্রচন্ড ভয় পাচ্ছি, মন অস্থির থাকছে, আমি যদি আবার ফিতনায় পড়ে যাই,কারণ বাইরের রূঢ় আচরণ আমাকে কিছুটা হলেও প্রভাবিত করতে পারে, নাও করতে পারে। কিন্তু আমার ভয় হচ্ছে। এই অবস্থায়, কোন দিকে ঠিক থাকতে পারছি না। একবার মনে হচ্ছে, জবে জয়েন করি, দ্বিনি বোনদের খেদমতের জন্য কাজ করবো, এতে সাদগায় জারিয়া হিসেবে সারা জীবন সব পেতে থাকবো, আবার এক দিকে চিন্তা করি, যদি ওই ফিতনার পরিবেশে(মহিলাদের পরিবেশ কিন্তু অনেক রুঢ ও পরিবেশ,যেখানে গিয়ে আমার আচরণ রূঢ় হয়ে পরবর্তীতে স্বামীকে কষ্ট দিয়ে ফেলতে পারি ) । আবার ভাবি আমার ঈমান আমল ঠিক রাখতে পারব তো ঐরকম পরিবেশে গিয়ে।
এমত অবস্থায় ইস্তেখারা করেছি অনেকদিন। কিছুই বুঝিনা। একবার এক দিক চিন্তা করি তো আরেকবার আরেক দিক।মনে সব সময় অস্থির থাকছে। অনেক বেশি ইস্তেগফার করছি। কি করা উচিত এমন অবস্থায়??? কেন কোন কথাতেই মন শান্ত হচ্ছে না। কোন নির্দিষ্ট ফিক্সড ডিসিশনে যেতে পারছি না। দয়া করে পরামর্শ দিবেন এবং আমার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। কোন দিকে গেলে আল্লাহর পথে যাওয়া হবে?