আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহ
বিধবা, নিঃসন্তান, উপার্জনের কোনো পথ নেই।
সম্পদ বলতে ৪-৫ শতকের ভিটা আর ৫০-৬০ হাজার টাকা।
এই টাকাটা মুদারাবা মাধ্যমে তিনি বিনিয়োগ করেন খুব সামান্য অর্থ সেখান থেকে পান।কিছু ঋণ আছে তা যদি তিনি পরিশোধ করেন তবে তার অর্থ শেষ হয়ে যাবে।
এমতাবস্থায় যাকাতের অর্থ দিয়ে তার ঋণ পরিশোধ করা যাবে কিনা বা ঋণ পরিশোধ প্রাক্কালে ঐ টাকাটা বিদ্যমান অবস্থায় তিনি যাকাতের হকদার হন কিনা জানতে চাই।
তার অন্য কোনো ইনকাম সোর্স নেই।