ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হারাম জিনিষের মৌলিকত্ব চলে যাবার পর তার বিধান কি?সে সম্পর্কে বর্ণিত রয়েছে.........
আর হারাম কোন বস্তু যেমন শুকর ইত্যাদির যদি এমনভাবে রিফাইন করা হয় যে, এসবের কোন মৌলিকত্ব বাকি না থাকে, তাহলেও উক্ত বস্তু ব্যবহার করা জায়েজ আছে। আর যদি সেসব হারাম বস্তুর মৌলিকত্ব বাকি থাকে, তাহলে উক্ত বস্তু যাতে মিশ্রিত করা হবে, তা ব্যবহার করা জায়েজ হবে না।{নিহায়াতুল মুহতাজ লির রামালি-৮/১২} এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/425
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
টবের মাটিতে যেইসব সার প্রয়োগ করা হয়ে থাকে, তা যদি নাপা থেকে তৈরীও করা হয়ে থাকে, তাহলে পরবর্তীতে তার রূপ পরিবর্তিত হয়ে যাওয়ার কারণে তা পাক হয়ে যাবে। এবং তার সাথে পানি মিলিত হয়ে ফ্লোরে মিলিত হওযার কারণে ফ্লোর নাপাক হবে না।