আমার একজোড়া স্বর্নের কানের দুল আছে,সেই জোড়া যখন আমার কানে থাকে আমার স্বামীর সাথে আমার ঝগড়া হয় না কিন্তু যখনই আমি সেটা খুলে ফেলি তখনই আমাদের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ সৃষ্টি হয়,এটা কি শিরক হবে?আমি জানি স্বর্নের দুলের কোনো ক্ষমতা নাই,কিন্তু এটা পরপর দুই বার হলো,স্বর্ন সাথে থাকলে শয়তান কাছে আসে না বিষয়টা কি এরকম কিছু!?
আমার প্রায় দুই মাস পর বা তার আগে স্বামীর সাথে ঝামেলা হয়, সারা মাস ভালো থাকি যখন বাবার বাসা থেকে ফিরি কিন্তু দুই মাস পর পর আমাদের মধ্যে কোন্দল লাগে,এবং আমার স্বামী সামান্য বিষয় আমার গায়ে হাত তোলে,এটা কি সমস্যা আমি কিছুই বুঝতেসিনা,সারামাস ভালোবাসা টইটুম্বুর কিন্তু হঠাৎ হঠাৎ কি যেনো হয় একদম আলাদা হয়ে যাওয়া পর্যন্ত গড়ায়,এর কি সমাধান, আমি কুরআনি আমল করি স্বামীর ভালোবাসা বাড়ানোর জন্য, ভালোবাসা আছেও কিন্তু মুহুর্তের মধ্যে এমন ঝামেলা হয়ে যায় যেটা ১০ মিনিট আগেও কল্পনা করা যায় না,আমি কি করবো হুজুর আমি ত্যক্ত হয়ে উঠতেসি,এটা যদি জ্বীন শয়তানের ঝামেলা হয় তবে আমাকে কোনো আমল দিন,