ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) আপনি মার্কেটার নিযোগ দেয়ার সময় রিয়েল আইডি ব্যবহারের শর্তারোপ জুড়ে দিবেন। অতঃপর মার্কেটার যদি ফেইক আইডি ব্যবহার করে, তাহলে এর দ্বায়ভাড় আপনার উপর বর্তাবে না। আপনার ব্যবসাতে কোনো সমস্যা আসবে না। আপনার গোনাহও হবে না।
(২) ই-কোড গুলো ধারণার উপর ভিত্তি করে প্রদাণ করা হয়েছে। মূলকথা হল, কোনো প্রডাক্ট সম্পর্কে যতক্ষণ না হারাম কিছু অনুমান করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত উক্ত প্রডাক্টকে হালাল বিবেচনা করা হবে।
(৩) নামের অর্থ দিয়ে ফেইক একাউন্ট খুলা যদি ফেইসবুক কর্তৃপক্ষের রুলসের খেলাফ হয়, তাহলে বিরত থাকা উচিত।
(৪) আপনার বাবা যেহেতু ময়দা চিনির মালিক আপনাকে বানিয়ে দিয়েছেন, তাই আপনি যেথায় ইচ্ছা সেথায় ব্যবহার করতে পারবেন।
(৫) সরকারি কোয়ার্টারের আশপাশের গাছ যদি উন্মুক্ত হয়, তাহলে যে কেউ খেতে পারবে। নতুবা কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত খাওয়া যাবে না।
(৬) ক্যানভা প্রো একাউন্ট যদি রিয়েল হয়, তাহলে ব্যবহার করতে পারবেন। নকল হলে বিরত থাকাই শ্রেয়।