আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
29 views
in খাদ্য ও পানীয় (Food & Drink) by (23 points)
আসসালামু আ'লাইকুম। আমি কিছুদিন আগে মনে মনে একটা প্রতিজ্ঞা করি যে আমি আগামী পিরিয়ডের আগপর্যন্ত আর বাইরের কোনো খাবার যেমন কেক, পাউরুটি চানাচুর বিস্কিট চিনির খাবার খাবনা। কিন্তু ফল-মূল বা ঘরের খাবার খাব। আবার কেকজাতীয় কিছু ঘরের হলেও খাবনা। আবার কেউ জোর করলে বা মেহমান এসে জোর করলে খাব। যদি এই প্রতিজ্ঞা ভাঙি তাহলে ১০ রাকাত নফল নামাজ পড়ব আর ২০০ টাকা সদকা করব। এরপরে আজকে মেহমান আসায় মা লেবুর শরবত বানিয়েছিল চিনি দিয়ে, সোটা আমি ভুলে খেয়ে ফেলেছি৷ মানে হঠাৎ দেখে মনে হল এটা তো লেবুই, খেয়ে ফেলি৷ তারপর মনে পড়ল আমি তো চিনির খাবার না খাওয়ারও প্রতিজ্ঞা করেছিলাম। একঢোক খেয়ে আর খাইনি। আর আমার পরিষ্কার মনেও পড়ছেনা শরবত খাওয়াও প্রতিজ্ঞা ভঙ্গের মধ্যে পড়বে কীনা। লেবু হলে তো খাওয়া যায়, আবার চিনি তো খাওয়া যাবেনা। এখন কি এজন্য নফল নামাজ, সদকা দিতে হবে? কাফফারাও দিতে হবে? আল্লাহর নামে কসম কাটিনি। তবে খাবার থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে এই শর্ত দিয়েছিলাম।

1 Answer

0 votes
by (731,280 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রতিজ্ঞা করলাম শব্দ দ্বারা কসম হয়ে যাবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3101
وكذا لو قال: عليه يمين….. يكون يمينا كذا فى فتاوى قاضىخان (الفتاوى الهندية-2/53، جديد-2/58)

وكذا قوله على يمين…… فى قول أصحابنا الثلاثة (بدائع الصنائع، زكريا-3/15، كرتاشى-3/7-8)

وكذا لو قال: عليه يمين…. أن لا يفعل كذا يكون يمينا (خانية، زكريا جديد-2/6، على هامش الهندية-2/4)

ولو قال: على يمين…. فهو يمين (الفتاوى التاتارخانية-6/11، رقم-7828)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রতিজ্ঞা ভঙ্গ করার কারণে আপনার উপর কসমের কাফফারা দিতে হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1808


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (23 points)
অর্থাৎ আমি যেগুলো করব বলেছিলাম ওগুলোও করতে হবে, আবার সাথে গোলাম আজাদ বা রোজা রাখা এগুলোও করতে হবে?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...