ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কোনো একজন দিন-মজুর, খেটে খাওয়া ব্যক্তি যদি তার মেয়ের বিবাহের উদ্দেশ্যে ১ লক্ষ টাকা সঞ্চয় করে রাখে, যার চন্দ্র বছর পূর্ণ হয়। এছাড়া তার নিজের জন্যেও সে ৪০ হাজার টাকা জমা রাখে। এছাড়াও তার কাছে ৫ আনা স্বর্ণের চেইনও থাকে। তাহলে তার উপর যাকাত এবং কুরবানি ওয়াজিব হবে।
(২) তার কাছে যদি ৫ আনা স্বর্ণের চেইন না থাকতো তাহলেও তার ওপর যাকাত ফরয ও কুরবানী ওয়াজিব হতো। কেননা স্বর্ণ ব্যতিতও তার কাছে ৫২.৫ ভড়ি রূপার মূল্য রয়েছে।
(৩) কোনো ব্যক্তির কাছে নগদ ৩ লক্ষ টাকা থাকলে তার ওপর যাকাত ফরয হবে। কারো কাছে নগদ ৫২ ভড়ি রূপার সমপরিমাণ টাকা থাকলেই যাকাত এবং কুরবানি ফরয হবে।