আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
40 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (2 points)
আসসালামু আলাইকুম।
ঈমান নবায়ন করতে হলে-
১) কালিমা শাহাদাত কি অজু করে পড়তে হবে?নাকি এমনি পড়া যাবে?

২) কালিমা শাহাদাত কি মনে মনে পড়লে হবে নাকি মুখে জোরে উচ্চারণ করে পড়তে হবে?

৩) কালিমা শাহাদাত পড়ার সময় উচ্চারণ এ যাতে ভুল না হয় এই জন্য মোবাইল থেকে দেখে দেখে পড়া যাবে?

৪) যদি একটু ভুল উচ্চারণ হয়েই যায় কালিমা শাহাদাত পড়ার সময়, ( যেমন আশহাদু আল্লাহ না বলে কেউ যদি আল্লহ বলে) তাহলে কি ঈমান নবায়ন এ সমস্যা হবে?

৫) শুধু কি কালিমা শাহাদাত পড়লেই হবে নাকি কালিমা তাইয়েবা ও পড়তে হবে?
৬) কালিমা শাহাদাত আর তাইয়েবা কি একবার করে পড়লেই হবে?
৭) কেউ জানলো না সে সারাজীবন ঈমান হারা হয়ে থাকলো। মনের অজান্তে কোনো ভুলের কারনে। কিন্তু সে নামাজ পড়েছে, আল্লাহ কে বিশ্বাস করেছে, আবার বিভিন্ন দোয়া তে কালিমা গুলো পড়েছে সারাজীবন। তাহলে কি তার অজান্তেই আবার ঈমান নবায়ন হয়ে গিয়েছিল?
৮) সে জানে না ভুলে ঈমান হারা হয়ে গিয়েছিল কিনা। তাও সারাজীবন তওবা করেছে, নামাজ পড়েছে। এক্ষেত্রে সে বিয়ে নবায়ন করলো না, কারন জানেই না এমন হয়ে গিয়েছিল কিনা, ভুলে। এখন তাদের এসব বললে অজ্ঞতার কারনে রাগ করে হয়তো অনেক কিছু বলতে পারে। এখন   কি তার ছেলেমেয়ে রা তাদের বাবা মায়ের বিবাহিত জীবন ঠিক ছিল ধরে নিবে?
৯) ঈমান নবায়ন এর আগে বা পরে কি গোসল করতে হবে?

1 Answer

0 votes
by (731,280 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কালিমা শাহাদাত পাঠ করার জন্য অজু করা জরুরী নয়। এবং শর্তও নয়। 
(২) ঈমান আনয়নের জন্য কালিমা শাহাদাত মুখে জোরে উচ্চারণ করে পড়তে হবে।তবে এমনিতেই পড়ার ইচ্ছা করলে মনে মনে পড়লেও হবে।
(৩) কালিমা শাহাদাত পড়ার সময় উচ্চারণে যাতে ভুল না হয় এই জন্য মোবাইল থেকে দেখে দেখে পড়া যাবে।
(৪) যদি একটু ভুল উচ্চারণ হয়েই যায় কালিমা শাহাদাত পড়ার সময়, ( যেমন আশহাদু আল্লাহ না বলে কেউ যদি আল্লহ বলে) তাহলে ঈমান নবায়নে কোনো সমস্যা হবে না।
(৫) ঈমান আনয়ন বা নবায়নের জন্য কালিমা শাহাদাত-ই যথেষ্ট।  
(৬) কালিমা শাহাদাত একবার করে পড়লেই হবে।

(৭) মনের অজান্তেই ঈমান নবায়ন হয়ে যাবে।

বিঃদ্রঃ
এটা ওয়াসওয়াসা জনিত প্রশ্ন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3318


(৮) প্রশ্নের বিবরণমতে তার ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের বিবাহিত জীবন ঠিক ছিল ধরে নিবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4560

(৯) ঈমান নবায়ন এর আগে বা পরে গোসল করা জরুরী নয়। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...