ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কালিমা শাহাদাত পাঠ করার জন্য অজু করা জরুরী নয়। এবং শর্তও নয়।
(২) ঈমান আনয়নের জন্য কালিমা শাহাদাত মুখে জোরে উচ্চারণ করে পড়তে হবে।তবে এমনিতেই পড়ার ইচ্ছা করলে মনে মনে পড়লেও হবে।
(৩) কালিমা শাহাদাত পড়ার সময় উচ্চারণে যাতে ভুল না হয় এই জন্য মোবাইল থেকে দেখে দেখে পড়া যাবে।
(৪) যদি একটু ভুল উচ্চারণ হয়েই যায় কালিমা শাহাদাত পড়ার সময়, ( যেমন আশহাদু আল্লাহ না বলে কেউ যদি আল্লহ বলে) তাহলে ঈমান নবায়নে কোনো সমস্যা হবে না।
(৫) ঈমান আনয়ন বা নবায়নের জন্য কালিমা শাহাদাত-ই যথেষ্ট।
(৬) কালিমা শাহাদাত একবার করে পড়লেই হবে।
(৭) মনের অজান্তেই ঈমান নবায়ন হয়ে যাবে।
বিঃদ্রঃ
(৮) প্রশ্নের বিবরণমতে তার ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের বিবাহিত জীবন ঠিক ছিল ধরে নিবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/4560
(৯) ঈমান নবায়ন এর আগে বা পরে গোসল করা জরুরী নয়।