আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
49 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (29 points)
এহইয়াউস সুনান বইয়ে দেখলাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহুয়ালাইহি ওয়াসাল্লাম এর করনীয় বর্জনীয় দুইটাই সুন্নত। তাহলে আমরা যে প্রতিদিন আসরের পূর্বের ৪ রাকাআত, যোহরের ২ রাকাআত নফল, প্রতিদিনের সুন্নাত তাসবীহ অথবা নামাজে মুস্তাহাব অনেক আমল রেগুলার করি,। তাছাড়া ইশরাক চাশতের নামাজ ইত্যাদি।
এইগুলাতো সুন্নাতে মুয়াক্বাদা নয় বরং নফল, মুস্তাহাব বা সুন্নাতে যায়েদা যেগুলা সাহাবায়ে কেরাম গনঅ এগুলা প্রতিদিন আমল করেন নাই।। তাহলে আমরা যে রেগুলার পড়ছি এগুলাত আল্লাহ তায়ালার নৈক্ট্যবাজন হুয়ার জন্য পড়ছি।। তাহলে কি বিদাত হবে না?

সালাফদের আমল থেকে এবং শরিয়তের মূলনীতি দিয়ে উত্তর দিলে ভালো হবে..

1 Answer

0 votes
by (731,280 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সুন্নাহ হল, যে সমস্ত আ'মল রাসূলুল্লাহ সাঃ বিনা জরুরতে তরক করেননি, সেগুলোকে বিনা জরুরতে তরক করা যাবে না। আর যে গুলোকে রাসূলুল্লাহ সাঃ জরুরত ব্যতিতও মাঝেমধ্যে তরক করেছেন, সেগুলোকে জরুরত ব্যতিত মাঝেমধ্যে তরক করা উত্তম। তবে সুন্নতে গায়রে মু'আক্কাদা আকিদা বিশ্বাস রেখে ধারাবাহিক নিয়মিত করতেও কোনো অসুবিধে নেই।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/55845

وإنما قال في الأصل: إن التطوع بالأربع قبل العشاء حسن؛ لأن التطوع بها لم يثبت أنه من السنن الراتبة، ولو فعل ذلك فحسن؛ لأن العشاء نظير الظهر في أنه يجوز التطوع قبلها وبعدها، ووجه رواية الكرخي في الأربع بعد العشاء ما روي عن ابن عمر - رضي الله عنه - موقوفا عليه ومرفوعا إلى رسول الله - صلى الله عليه وسلم - أنه قال «من صلى بعد العشاء أربع ركعات كن له كمثلهن من ليلة القدر» وروي عن عائشة أنها «سئلت عن قيام رسول الله - صلى الله عليه وسلم - في ليالي رمضان فقالت: كان قيامه في رمضان وغيره سواء، كان يصلي بعد العشاء أربعا لا تسأل عن حسنهن وطولهن، ثم أربعا لا تسأل عن حسنهن وطولهن، ثم كان يوتر بثلاث»." (كتاب الصلاة، فصل : الصلاة المسنونة، ج:1، ص:284، ط:دار الكتب العلمية)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উম্মতের জন্য যাতে কঠিন না হয়, সেজন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করেননি। তাই নিয়মিত করলেও কোনো সমস্যা হবে না। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল নিয়মিত করতেন না যাতে উম্মতের জন্য কঠিন না হয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...