#আমার রুমমেট দের ঘুমানোর সময় সতর ঠিক থাকেনা হাটু অনেক উপরে লুঙ্গি উঠে যায়, খালি গায় শুয়ে থাকে, সেই ঘরে নামাজ পড়া জায়েজ হবে?
#আমি রেস্টুরেন্টে চাকুরী করি সুপারভাইজর পদে, রেস্টুরেন্ট এর ক্রয়কৃত মাল চেক করা, চাহিদা অনুযায়ী মাল ক্রয়ের নির্দেশ করা, রান্না, কাস্টমারের ভালোমন্দ সহ প্রায় সকল কিছুই পর্যবেক্ষণ আমার কাজ। আমার জয়েনের আগে থেকেই রেস্টুরেন্টে কাতলা মাছকে রুই মাছ বলে বেঁচে, টাকি মাছের ভর্তায় অন্য মাছ মিশেল করে, আনারের জুসে বিটরুট দিয়ে কালার করে। ফলের জুসে স্বাদ করার জন্য ও খরচ কমানোর জন্য পানি চিনি মিশেল করে।
এতে কি আমি কোনভাবে গুনাহগার হবো? চাকুরী পরিবর্তন করে টাকা ধার নিয়ে ব্যবসায় করতে চেয়েছিলাম, কিন্তু পরিবার রাজি হয়নাই, এমনকি যে টাকা ধার দিতে চাইছে মা তাকে নিষেধ করছে। আমার কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকায় এমন করেছে, তারা আমাকে ব্যবসার জন্য অনুপুযুক্ত মনে করে, আমি চাকরিতে হারাম কিছু থাকলে বা গুরুতর সন্দেহ হলে ছেড়ে দেই, পরিবারে টাকার প্রয়োজন আছে, তাই ব্যবসায় নারাজ।