আসসালামু আলাইকুম।
আমি একি সময়ে দুই জায়গায়(অনলাইনে)সেল্ফ কুরআন খতম প্রজেক্ট এ যুক্ত হই।এক জায়গায় ভুলেই যুক্ত হয়ে যাই আমি যে আর ও এক জায়গায় যুক্ত আছি এটা মনে ছিল না।এখন কথা হচ্ছে আমি কি একবার খতম দিয়ে দুই জায়গাতেই আপডেট দিতে পারব?নাকি দুই জায়গার জন্য আলাদা আলাদা ভাবে দুইবার খতম করে আপডেট দিতে হবে?
প্রজেক্ট টা এমন সপ্তাহে/দিনে নির্দিষ্ট একটা অংশ পড়ে তাদেরকে আপডেট দিতে হবে এমন।নিজে নিজে কুরআন পড়ার প্রতি উৎসাহিত করার জন্য ই এই প্রজেক্ট আরকি।