আসসালামু আলাইকুম,
প্রশ্ন ১: খালওয়াতে সহীহাহ হয়নি। খালওয়াতে সহীহাহ হবার পূর্বে তালাক হয়ে গিয়েছে।
এক্ষেএে পূর্ণ দেনমোহর নাকি অর্ধেক দেনমোহর দিতে হবে?এক্ষেএে কি ইদ্দত পালনকালীন খরচ মেয়েকে দিতে হবে?
প্রশ্ন ২: যারা মাজারে সেজদা করে, পীরকে গায়েবের অধিকারী মনে করে, পীরকে সেজদা করে, বিপদে পড়লে পীরের চেহারা মনে করে, মাজারের পানিকে সুস্থতার কারণ মনে করে, মৃত্যুর পর কি দ্বীনের এই গুরুত্বপূর্ণ বিষয়ে না জানা বা অজ্ঞতাকে বিবেচনা করে তাদের কুফরি ক্ষমা করা হবে?
প্রশ্ন ৩: কাফের হবার ইচ্ছে নেই, আর কাউকে কালো জাদু করলে কুফর হয় জানা ছিলো না তার, এমন ব্যক্তি কি মুসলমান থাকবে? নাকি তার ইমান নবায়ন করে বিবাহ দোহরাতে হবে?