আসসালামু আলাইকুম ওয়া-রহমাতুল্লাহি ওয়া-বারকাতুহ উস্তায।
কয়েকমাস আগে স্বপ্নে দেখি আমার ছোটভাই মারা গেছে,তার কিছুদিন পর স্বপ্নে দেখি আমার ছোটবোনকে তার ফ্রেন্ডরা কথা কাটাকাটির এক পর্যায়ে হত্যা করেছে,গতকাল রাতে স্বপে দেখি আমার আম্মু গাড়ি এক্সিডেন্টে মারা গেছেন।
এই ধরনের স্বপ্ন দেখার কারণ কি?যদি জানাতেন খুব ভালো হতো উস্তায।
জাযাকুমুল্লাহু খইরন।