আমি স্বপ্নে দেখি হঠাৎ আমার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটে, মানে আমি নিজে অনেক অসুস্থ অনুভব করি । এর কিছুক্ষণ পরেই আমার মুখে কিছু পরিবর্তন ঘটে। ব্রেইন স্ট্রোক হলে যেমন হয়, আমার মুখ তেমন বেঁকে গেছে , চোখ -মুখ ফুলে গেছে , একটা চোখ খুলতেই পারছি না, মনে হচ্ছে যেন চোখ কোটর থেকে আলাদা হয়ে গেছে, কথা বলতে পারছি না এবং দেখতেও কষ্ট হচ্ছে ,এক চোখ দিয়ে দেখছি। এমনটা দেখার কারণ কি?