আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
24 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (6 points)
আমার স্বামী তালাক দেওয়ার নিয়তে মেসেজ টাইপ করে "আমাদের সব সম্পর্ক" লিখে সেন্ড করে তারপর টাইপ করে "শেষ" কিন্তু সেটা কিবোর্ড থেকেই ডিলিট করে  "২ তালাক" শব্দ কিবোর্ডে লিখে কিন্তু সেন্ড করেনি তবে ২ তালাক কথাটা পুরোটাই টাইপ করছিলো নাকি আংশিক  সেটা তার মনে নাই (২ তালাক বলতে সে দ্বিতীয় তালাক বুঝাতে চেয়েছিলো ২টা তালাক না, কারন আমাদের আগে এক তালাক হইছে)।

কিন্তু আমি কোথায় যেন দেখছিলাম যে শুধু টাইপ করলেও তালাক হয় সেন্ড না করলেও,
আমি বললাম তাইলে তিন তালাক হয়ে গেছে তখন সে বললো তুমি শিওর, আমি বলেছিলাম হ্যা! তখন সে বললো, "আলহামদুলিল্লাহ শেষ তাইলে।"

"Jodio amr send korar icca cilo na. Jaihok ses tahole Alhamdulillah. Assalamu-alaikum"

 এটা লিখেছিলো এজন্য যে সম্পর্কে কোনো কনফিউশন থাকলেও শেষ।
‌আমাদের কত তালাক হয়েছে?
আর এখন আমার হায়েজ চলে এক্ষেত্রে তালাক হলে ইদ্দত এর হিসাব টা কেমন হবে?

1 Answer

0 votes
by (676,920 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রাসূলুল্লাহ ﷺ বলেন,
ثَلاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ : النِّكَاحُ ، وَالطَّلاقُ ، وَالرَّجْعَةُ
তিনটি বিষয় এমন রয়েছে যা গোস্বায় হোক বা হাসি ঠাট্টায় হোক সর্বাবস্থায় কার্যকরী হয়ে থাকে। বিবাহ্, তালাক ও রজয়াত। (আবু দাউদ ২১৯৪ তিরমিযি ১১৮৪)

মুখে দিলে যেমনিভাবে তালাক হয় লিখে পাঠালেও তালাক পতিত হয়।
إن الكتابة يقع بها الطلاق، ولو كان الكاتب قادرا على النطق، فكما أن للزوج أن يطلق زوجته باللفظ، فله أن يكتب إليها الطلاق.
নিশ্চয় চিঠি (ম্যাসেজ) দ্বারাও তালাক পতিত হয়। যদিও লেখক বলতে সক্ষম হয়। সুতরাং যেমনিভাবে স্বামী মুখে তালাক দিতে পারে, তেমনিভাবে লিখিতভাবেও দিতে পারে। (ফিকহুস সুন্নাহ ৩/১৬৫)আরো বর্ণিত আছে (কিতাবুন নাওয়াজেল-৯/৫২১-৫২৩)।


فان كان كتب امرأته طالق فهي طالق سواء بعث الكتاب اليها ، أو لم يبعث . (المبسوط للسرخسی: ج ۶، ص ۱۶۷ باب طلاق الأخرس، بيروت)

ولو كتب الطلاق في وسط الكتاب وكتب قبله وبعده حوائج ثم محا الطلاق وبعث بالكتاب اليها وقع الطلاق كان الذي قبل الطلاق أقل أو أكثر كذا في فتاوى قاضي خان“. (الفتاوى الهندية : ج ۱، ص ۴۱۴ ، كتاب الطلاق / باب في ايقاع

اگر شوہر نے موبائل فون (Mobile Phone) پر طلاق کا ٹیکسٹ میسیج (Text Message) لکھا اور بیوی کو ارسال کیے بغیر ہی موبائل فون (Mobile Phone) سے ڈیلیٹ (Delete) کر دیا تو اس سے اس کی بیوی پر طلاق واقع ہو جائے گی ہے، (موبائل فون کے ذریعہ نکاح و طلاق:۲۱٤)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামী মেসেজে  "আমাদের সব সম্পর্ক" লিখে সেন্ড করে তারপর টাইপ করে "শেষ" কিন্তু সেটা কিবোর্ড থেকেই ডিলিট করে। এদ্বারা এক তালাক পতিত হয়ে যাবে।

 "২ তালাক" শব্দ কিবোর্ডে লিখে কিন্তু সেন্ড করেনি। এদ্বারা দ্বিতীয় তালাক পতিত হবে। যদি ইতিপূর্বে এক তালাক হয়ে গিয়ে থাকে, তাহলে এই ২ তালাক বা ২য় তালাক বাক্যটি আমাদের সব সম্পর্ক শেষ বাক্যর তাকিদ হিসেবে গণ্য হবে।

মোটকথা, সর্বমোট ২ তালাক পতিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
আসসালামু আলাইকুম 
পূর্বের ১ তালাকসহ কি মোট ২ তালাক হলো?
আমাদের সম্পর্ক কি এখনো বহাল আছে?
দয়া করে উত্তর দিবেন ইনশাআল্লাহ 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...