আস সালামু আলাইকুম সম্মানিত মুফতি সাহেবগন ।
ধরেন,এক ব্যাক্তি মুসলিম থেকে নাস্তিক হয়ে যায়।সে শিরিকি কাজ শুরু করে ১০ বছর শিরিক য়ে জড়িত ছিল।সে আল্লাহ কে নিয়ে আজে বাজে কথা অসংখ্য বার বলেছে রাসূল কে নিয়ে আজে বাজে কথা অসংখ্য বার বলেছে।সে ইসলাম কে নিয়ে কুরআন কে নি মসজিদ কে নিয়ে অবমাননাকর কথা ও কাজ করেছে ।নিশ্চিত সে মারাত্মক গুনাহগার।
প্রশ্ন:উপরোক্ত ব্যাক্তির কি ক্ষমা পাওয়ার সুযোগ আছে না সব পথ বন্ধ ।
প্রশ্ন:বিশ্বাসের সাথে কালেমা শাহাদাৎ পাঠ করলে কি অই ব্যাক্তি ঈমানদার হয়ে যাবে।
প্রশ্ন:এই ধরনের ব্যাক্তি কি আল্লাহ র রহমতের আশা করবে।
প্রশ্ন :তওবা করে কালেমা শাহাদাৎ পাঠ করলে কি ঈমান চলে আসবে না তওবা কবুল হওয়া শর্ত।
প্রশ্ন:রাসূলের শানে অবমাননা কি তওবায় মাফ হয়।
প্রশ্ন:ধরেন অই ব্যাক্তি কালেনা শাহাদাৎ বিশ্বাসের সহিত পাঠ করে মুসলিম হল কিন্তু তওবা কবুল হল না উপরে উল্লেখিত গুনাহ রয়ে গেল ,সে কি কোন না কোন সময় জান্নাতে যাবে?
আল্লাহর ওয়াস্তে দয়া করে সব প্রশ্নের উওর দিয়ে বাধিত করবেন ।