আসসালামু আলাইকুম
আমি কলেজে আবাসিক হলে থাকি। এখানে তো আমরা অনেক টাকা দিই। প্রাইভেট মেডিকেলের খরচ ,হলের খরচ সব মিলিয়ে। এখন আজকে হলের জানালা দিয়েই আম ধরা যাচ্ছিল। দেখে ছিঁড়ে ফেলছি খাওয়ার জন্য। পরে মাথায় আসছে এটা জায়েজ কিনা। এখানে ফতোয়া সার্চ করে দেখলাম ,এটা খাওয়া উচিত না।
কিন্তু এখন পেরে ফেলা আমগুলো কি করব? বলাবাহুল্য ,এখানে স্যাররা এমন খান তাই ভাবছি আমরাও খেতে পারব