আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
26 views
in সাওম (Fasting) by (23 points)
আসসালামু আলাইকুম।

আমার দাদি ২০১৯ সাল থেকে বিছানায় শয্যাশায়ী। বয়স ৯০+ হবে। স্ট্রোক করেছিলেন,এরপর থেকে প্যারালাইজড এবং বাকশক্তি হারিয়েছেন। তার অবস্থা এমন যেন শরীরে শুধু রুহ আছে বা জীবিত থেকেও মৃতপ্রায় অবস্থা।

তিনি তো রোজা রাখেন না। ফিদিয়ার ব্যাপারে আমি আজকে জানতে পেরেছি।উনার জন্য কিভাবে ফিদিয়া আদায় করবো? বর্তমান বাজারদর অনুযায়ী কত টাকা ফিদিয়া দিলে আদায় হবে?

আমাদের সামার্থ্য খুব কম। বাবার কোনো ইনকাম নেই, আমার সামান্য টিউশনের টাকায় সংসারের ভরণপোষণ হচ্ছে আর ঋণগ্রস্ত। ন্যূনতম কত টাকা দিয়ে আমি ফিদিয়া আদায় করতে পারবো? আর ফিদিয়া কি শুধু মিসকিনদের দিতে হবে? অভাবী এবং দরিদ্র মহিলাকে দিলে সেটা আদায় হবে?

1 Answer

0 votes
by (632,880 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যে ব্যক্তি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সর্বশেষ ইশারার মাধ্যমেও নামায আদায় করতে অক্ষম।এবং সুস্থতার আশা প্রায় গৌণ।এমন ব্যক্তি শরীয়তের বিধি-বিধানের মুকাল্লাফ নয়।অর্থাৎ ঐ ব্যক্তির যিম্মা থেকে নামায-কে ক্ষমা করে দেয়া হয়েছে। (ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৭/৫৪৫,কিতাবুল ফাতাওয়া-৩/৪০৮)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1411

যদি কেউ মানুষ এমন কোনো অসুস্থতায় থাকে যে, যেই অসুস্থতার দরুণ রোযা রাখা প্রায় অসম্ভব। এবং রমজানের ফরয রোযাও যার কারনে রাখা সম্ভব হচ্ছে না, এবং ঐ ব্যক্তি পরবর্তীতে ঐ অসুস্থতায় থাকাবস্থায়ই ইন্তেকাল করে, সে আর সুস্থতার জমানা পায়নি, তাহলে এমন ব্যক্তির উপর রোযার ফিদয়া দেয়া জরুরী হবে না।
في الفتاوی الشامية:
"(فإن ماتوا فيه)  أي في ذلك العذر (فلا تجب) عليهم (الوصية بالفدية) لعدم إدراكهم عدة من أيام أخر (ولو ماتوا بعد زوال العذر وجبت) الوصية بقدر إدراكهم عدة من أيام أخر. 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার দাদি যদি আর সুস্থ না হন, তাহলে উনার পক্ষ থেকে ফিদয়া আদায় করা লাগবে না। আপাতত অপেক্ষা করে দেখতে পারেন। যদি তিনি সুস্থ হন, তাহলে তো রোযা রাখবেন। যদি রোযা রাখা সম্ভব না হয়, তাহলে ফিদয়া দিবেন 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 59 views
...