ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ওজু, গোসলের বহির্গমণ পানির লাইন সেফটি ট্যাংকের মধ্যে না দিয়ে বরং পৃথকভাবে দেয়াই উত্তম।
(২)
রুমের সাথে এটাস্ট টয়লেট, বাথরুম দেওয়া যাবে।
তবে বাথরুমে বিসমিল্লাহ বলা যাবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-
(৩)
রোযার ফিদয়া
যদি কোনো শরয়ী উজরে কারো ফরয রোযা ক্বাযা হয়ে যায়,তাহলে তার হুকুম হল, সে পরবর্তীতে তার ক্বাযা আদায় করে নেবে।
ক্বাযার পূর্বেই যদি সে মারা যায়,অথবা যদি বার্ধক্যর দরুণ রোযা রাখা তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাড়ায়,
তাহলে এক্ষেত্রে বিধান হল সে রোযার পরিবর্তে ফিদয়া আদায় করবে।
একটা ফিদয়া - নামাযের হোক বা রোযার হোক - একটা ফিতরা সমপরিমাণ। তথা ৩কেজি ৬৫০গ্রাম আটার মূল্য যা বর্তমান হিসেবে ১১৫/১৩০ টাকা হয়।সেটা দিয়ে আদায় করতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/80867