আমার কিচু কারণ বশত কয়টা রোজা ভাঙা যায় এখন সেটার কাফফারা ধারজো হয়েছে, আমি পক্ষে ২ মাস রোজা রাখা সম্ভব না, এবং আমি স্টুডেন্ট নিজের কোনো ইনকাম নাই আমার, আমার পক্ষে ৬০ জনকে খাওয়ানো কষ্ট করে এতো টাকা আমার নাই, সেই ক্ষেত্রে আমি কী করতে পারি। আমার কাফফারা আমি কিভাবে আদায় করবো? আর রোজার মধ্যে রোজার শেষ এর ১০ দিন যদি হযেজ থাকে তাহলে ওই সময়কি ফোন এ app মাধ্যমে কুরআন দেখে পড়া যাবে? এটা কী গুনা হবে? আর ওই সময় কী কী আমল করতে পারবো?