আসসালামুয়ালাইকুম হুজুর একদিন আমি কিছু একটা ভিডিও দেখছিলাম।তো সেই ভিডিও তে একজন একজন ব্যাক্তি আর এক জন ব্যক্তিকে কিছু নামে ডাকে তখন আমার মধ্যে এটা উদিত হলো নাকি আমি মুখে উচ্চারণ করে বললাম আমি মনে করতে পারছিনা এমন যেনো বললাম যে এই ব্যাক্তি ওই ব্যাক্তিকে কি নামে ডাকলো না কি নামে ডাকলো না বুঝতে যদি বুঝতে পারি তাহলে আমার বউ তালাক এটা আমি মনে মনে বললাম নাকি উচ্চারণ করে বললাম আমি বুঝে উঠতে পারছিনা এতে কি তালাক হবে? এবং আর এক দিনের ঘটনা আমি সেজদার মধ্যে ছিলাম তখন আমার অন্তরে উদিত হলো যে আমার তিনবার সুব্বানা রব্বি আললা বলার আগে ইমাম সাহেব যদি সেজদা থেকে উঠে আসে তাহলে আমার বউ তালাক কিন্তু আমার যতটা মনে পড়ে যে আমি ইমাম সাহেবের ও সেজদা থেকে উঠে আসার আগে চার বারসুব্বানা রব্বি আললা বলেছি কিন্ত উচ্চারণ সঠিক করে বলেছি কি আমার মনে পড়ছে না এবং এটা আমার মণের মধ্যে উদিত হয়েছে আমি মুখে উচ্চারণ শর্ত দিইনি এতে কি তালাক হবে।