আসসালামু আলাইকুম, আমি আমার সমস্যাটা নিয়ে একটু চিন্তায়, সেজন্য সেটারই উত্তর চাচ্ছিলাম আর নাহয় সন্তুষ্ট হতে পারছি না।
আগেই বলি আমি ওয়াসওয়াসার রোগী আজ ৭ বছরের মতো, আলহামদুলিল্লাহ্ প্রতিনিয়ত আমি যুদ্ধ করে আসছি, কখনো এ সমস্যা তো কখনও সে সমস্যা। রিসেন্টলি হুরমত বিষিয়ে জানার পর এখন
(যাদের ওয়াসওয়াসা থাকে উল্টাপাল্টা কতকিছু তাদের চিন্তা হয়, প্লীজ কেউ খারাপভাবে নিবেন না)
গতকাল বাবার সাথে রিক্সায় উঠার পর থেকে ওয়াসওয়াসা শুরু হয়, আমার যেনো এক যুদ্ধ, কোন ভাবেই মনে জায়গা দিচ্ছিলাম না কোন খারাপ ধারণাকে। আমি নিজ থেকে কিচ্ছুই ভাবতে চাচ্ছিলাম না। রিকশায় জায়গাও আর ছিলোনা যে আমি আরেকটু পাশে যাবো। যতটুক খেয়াল আছে আমার হার্টবিট একদমই নরমাল ছিল, শুধু লজ্জাস্থান আগে থেকেই একটু কাপা ছিল, চিন্তাগুলো মাথায় আসতে আসতে আরো একটু কেঁপে উঠলো। এরপর আর কোন খারাপ চিন্তা মাথায় আসে নাই এবার চিন্তা শুরু হয়েছে হুরমত হয়ে গেলো কিনা। অথচ একইভাবে রিকশায় বসে আছি, এখন আরেক চিন্তায় চলে গেছি। বাসায় এসে আমি খুব চেষ্টা করলাম খারাপ চিন্তা করার যাতে বুঝতে পারি তখন কেমন লেগেছিল কিন্তু অনেক চেষ্টার পরও আমি কোন খারাপ ধারণাই মাথায় আনতে পারি নাই। পাশাপাশি আমি জানিনা মেয়েদের হুরমত সাব্যস্তের ক্ষেত্রে ঠিক কতটুকু বা কিভাবে লজ্জাস্থান কাঁপে, তাই আরো কনফিউজ।
ভুল মাফ করবেন। খুব ভয় হচ্ছে, খুব চিন্তায় আছি এটা নিয়ে। দয়া করে মাসআলাটা জানলে উপকৃত হতাম। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন।