আসসালামু আলাইকুম,
পরিচিত জনের মাধ্যমে একটি মোবাইল এপের সন্ধান পেয়েছি।যেটা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যভিত্তিক।এই এপে বাংলাদেশে বসে ঐসকল দেশের ভিপিএন ও রেন্ডম নাগরিক তথ্য কিনে একাউন্ট তৈরি করা হয়।এর পর রেফারেল প্রোগ্রামের মাধ্যমে বোনাস হিসেবে প্রাপ্ত টাকা ইনকাম করা হয়।
এই ইনকাম কি হালাল হবে?