আসসালামু আলাইকুম আমার মিসক্যারেজ হয়েছে ৪টে। প্রথমটা ৯সপ্তাহ ৫দিনে মিসড এব দেখায়। যার হার্টবিট ছিল কিন্তু উক্ত সময় হওয়ার পর অফ হয়ে যায়। তারপর ব্লিডিং হয় প্রায় ১৪/১৫ দিন স্বলাত পড়িনি এর মাসয়ালা ঠিকভাবে না জানার দরুন। পরবর্তীতে ২য় জন একমাসেই মিসক্যারেজ হয়ে যায় ব্লিডিং ২ দিন ছিল মনে পড়ে ২/৩ দিনের বেশি নয়। এসময়ও নামাজ পড়িনি। ৩য় বারও হার্টবিট আসেনি ৩মাস অবধি ওয়েট করার পর মেডিসিন খাওয়ার পর ব্লিডিং হয় সপ্তাহ খানিক ছিল সেবারও নামাজ পড়িনি।এবার ৪র্থবার মিসক্যারেজ(১.৫মাস এ মিস.) এবারও হার্টবিট বা ফেটাস আসেনি।
জানার বিষয় হচ্ছে এই যে মিসক্যারেজের পরবর্তী ব্লিডিং এগুলো সবই ৪মাসের আগে যেহেতু হয়েছে। এসময়ের ব্লিডিং এ কি আমার নামাজ পড়া উচিত ছিল? অনেকে বলেন পড়া উচিত ছিল। আমাকে সঠিকটা জানাবেন প্লিজ।তাহলে এবার আমি মানতে পারবো ঠিকঠাক ইন শা আল্লাহ।