আর কিছু দিন বা কয়েকদিন আগে আমার বউ তার facebook এ এই পোস্ট টা শেয়ার করে আমি পোস্ট এর মধ্যের লেখা টা উল্লেখ করি:
Stop praying For Right person, "Sobai ki r amk pabe naki"। এইটার কয়েকদিন আগে আরেকটা পোস্ট শেয়ার করে পোস্ট তো আরো কয়েকটা বা কিছুটা আছে কিন্ত আমি অইগুলাই বলতাসি যেই শেয়ার করা পোস্ট গুলা আমার চিন্তায় আছে তো আরেকটা পোস্ট এর মধ্যে এইটা লেখা ছিলো: Ei Weather er motoi thanda mejaj er ekta partner dio Khodaa
এবং এই পোস্ট এর কমেন্ট এ ওর বান্ধবি বলে যে: ohh tai naki,এই কমেন্ট এর জবাবে আমার বউ বলে : ho re,এবং আমার বউ এর কমেন্ট এর এই লেখাটার সাথে কিছু এমোজিও ছিলো, এইগুলা ফানি পোস্ট বুজতেই পারসেন হয়ত কিন্ত আমার মত তো আমার বউ এর আর ওয়াস ওয়াসার রোগ নেই যে এইসব নিয়ে সন্দেহ চিন্তা হবে যাইহোক আমি উল্লেখ করলাম এই কথা গুলা ও দেখে নিবেন আর উপরের প্রশ্নের জবাব টা ও দিবেন আমি আর এই জিজ্ঞাসা নিয়ে কোন প্রশ্ন করব না। এবং আমি পোস্ট গুলার SCREENshoot নিয়ে এখন বউ কে মেসেঞ্জার এ জিজ্ঞাসাও করসি এইগুলা কি হয়ত বলবে মজা করে বা এমনেই যেই উত্তরি দেখ আমি এইখানে এইটা বলে রাখলাম জেন পরে আর এই টা যে জিজ্ঞাসা করসি আমার বউ কে এই নিয়ে বা এইসব নিয়ে কোন সন্দেহ চিন্তা না হয়।
জাযাকাল্লাহ খায়ের।
আমি উপরে প্রশ্ন এর সাথে কমেন্ট এর এই কথা গুলা লেখতে পারবো না কারন আমার প্রতি মাস এর প্রশ্ন করার লিমিট যত টুকু ততটুকু করে ফেলেছি তাই কথা গুলা কমেন্ট এই বললাম।