কারো যদি বিয়ে হওয়ার বিষয়টি ছেলের বাড়ির মানুষ না জানে ও মেয়েকে আনুষ্ঠানিকভাবে তুলে নেয়া হয়নি, শুধু মেয়ের বাড়ির মানুষ জানে।এমতাবস্থায় যদি জন্মনিয়ন্ত্রণ করা সত্ত্বেও গর্ভধারণ হয়,বাচ্চা হলে ছেলে মেয়ের পরিবার কর্তৃক জুলুমের শিকার হতে হবে,মামলা হওয়ার ও চান্স আছে।ছেলের আয় রোজগার অনেক অল্প হয়,বাচ্চাকে কেউ মেনে নিবে না।তখন কি গর্ভপাত করা জায়েজ হবে?