আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
14 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
১)শিশুর নাম কি ইয়াফিউল হক (Yafiul Huq) রাখা যায়েজ হবে?
২)এই নামের পূর্ণ অর্থ কি? yafi শব্দের অর্থ কি?
৩) এটি কি কোন ইসলামিক নাম হবে?

শিশুর আকিকার আগে যদি চুল ফেলে দেয়া হয় এবং সে চুল  পরিমাপ করে তার সমান সোনা বা রূপার অর্থ দান করা না হয়ে থাকে তবে পরবর্তিতে কিছু সদকা করে দিলে কি জায়েজ হবে?

1 Answer

0 votes
ago by (62,790 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

বিসমিল্লাহির রহমানির রহীম

জবাব:-

https://ifatwa.info/90862/   নং ফাতাওয়ায় আমরা বলেছি যে সন্তান জন্মের ৭ম দিনে অভিভাবকের দায়িত্ব হল, সন্তানের আকীকা করা, মাথার চুল মুণ্ডন করা এবং তার সুন্দর নাম রাখা। সপ্তম দিনে বাচ্চার চুলগুলো মুণ্ডন করা ও চুলের ওজন বরাবর রৌপ্য সদকা করা মুস্তাহাব।

আলী (রায়িঃ) বলেন:

عقّ رسول الله – صلى الله عليه و سلم – عن الحسَن بشاةٍ و قال يا فاطمة احلقي رأسه و تصدقي بزنةِ شعره فضّةً ” رواه الترمذي في كتاب الأضاحي، باب العقيقة بشاة.

“আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসানের পক্ষ হতে ছাগল আক্বীকা করেন এবং ফাতেমা (রাযি:) কে বলেন: তার মাথা মুণ্ডন করে দাও এবং চুলের ওজন বরাবর রৌপ্য সদকা করে দাও”।[ তিরমিযী, অধ্যায়, আযাহী, হাদীস নং ১৫১৯]

হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সন্তান আকীকার সাথে  দায়বদ্ধ থাকে। তার পক্ষ থেকে সপ্তম দিনে পশু জবাই করবে, নাম রাখবে ও মাথা মুণ্ডন করে দিবে। (জামে তিরমিযী, হাদীস ১৫২২)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রা.-এর আকীকা দিয়ে ফাতেমা রা.-কে বললেন, তার মাথা মুণ্ডন করে দাও এবং চুলের ওজন পরিমাণ রূপা সদকা করে দাও। (জামে তিরমিযী, হাদীস ১৫১৯)

অপর এক হাদীসে রূপা বা স্বর্ণ সদকা করার কথাও এসেছে। (আলমুজামুল আওসাত, হাদীস ৫৫৮; মাজমাউয যাওয়াইদ, হাদীস ৬২০৪; ইলাউস সুনান ১৭/১১৯)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

১-২.  (يافع) ইয়াফি নামের বাংলা অর্থ প্রাপ্তবয়স্ক, পূর্ণবয়স্ক, এমন ব্যক্তি যিনি যৌবন কালে পদার্পণ করেছেন। উক্ত নামে নামকরণ করা নাজায়েয বলা যাবে না। তবে অর্থের দিক বিবেচনায় ভিন্ন কোন সুন্দর অর্থবহ নাম রাখার পরামর্শ থাকবে।

৩. জন্মের সপ্তম দিবসে নবজাতকের নাম রাখা ও তার আবর্জনা দূর করা (তথা নেড়ে করা) করে দেওয়া মুস্তাহাব। অসুস্থতা বা অন্য কোনো কারণবশত বাচ্চার চুল যদি সপ্তম দিনে কাটা সম্ভব না হয় সেক্ষেত্রে সপ্তম দিনের চুলের ওযন অনুমান করে রূপা বা স্বর্ণ সদকা করে দেওয়ার দ্বারা সুন্নাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং প্রশ্নেল্লিখিত ছুরতে অনুমান করে রূপা বা স্বর্ণ অথবা তার সমমূল্য সদকা করলে সুন্নাত আদায় হয়ে যাবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। অন্যথায় অনুমান করা ছাড়া সামান্য কিছু দান করলে তা সাধারণ দান হিসেবে গণ্য হবে।

আরো বিস্তারিত জানুনঃ- https://ifatwa.info/89184/


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...