আসসালামু আলাইকুম, বাংলা বাজারে যারা কুরআন, বিভিন্ন ইসলামিক বই বিক্রি করে, হাদিসের বই বিক্রি করেন, তাদের জন্য এগুলো আনা নেওয়ার সময় আদব কি? আর কুরআন , হাদিস এর বই গুলো প্যাকেজিং করার সময় কি ওযু থাকা বাধ্যতামুলক? বইগুলোর প্যাকেজিং সাধারণত মাটিতে রেখে পায়ের কাছে প্যাকেজিং করা হয়। ভুলে যদি পা লেগে যায় তাহলে করণীয় কি? আবার যারা এই কুরআন হাদিসের বই আনা নেওয়া করে কর্মীরা তারা তো অনেকেই মুসলিমও না। এই বিষয়ে কি করা যায়?