আসসালামু আলাইকুম।
আমি স্বপ্ন দেখেছি আমার আব্বু বাসায় অনেক বেশী বাজার করে এনেছে,বাজারের মধ্যে কোনো একটা জিনিস ১ টার জায়গায় ১০-১২ টা এনেছে,এগুলো দেখে খুবই অবাক হচ্ছি যে এতকিছু এনেছে।আমার ৩ জন খালা এবং মামী আমার আব্বুর সাথে খুব সুন্দরভাবে কথা বলছে।তাদের মধ্যে একটা আনন্দ যে আমাদের ঘরে এতকিছু আছে এবং আমার আব্বুকে কিছুটা ইয়াং দেখেছি,কর্মক্ষম মানুষ হিসেবে দেখেছি যা বর্তমানে না।আমাদের বাসায় খাবারের কোনো অভাব নেই এমনটাই বুঝা গিয়েছে।
আমাদের বর্তমান কন্ডিশন হচ্ছে,আমার আব্বু অনেকটাই বৃদ্ধ হয়ে গিয়েছেন,তেমন কিছুই করেন না।বেশ অভাব অনটনের মধ্য দিয়েই আমরা যাচ্ছি যা কখনোই আমাদের জীবনে হয়নি।আমার খালাদের কাছে মাঝে মাঝে এজন্য কটু কথা শুনতে হয় যদিও তারা আমাদের ভালোই চান।আব্বুর সাথেও তাদেরকে এত নম্র বাস্তবে দেখিনা।
এই স্বপ্নের ব্যাখ্যা কী?