আসসালামু 'আলাইকুম,,,একজন নারী যার জন্ম আজ থেকে অনেক বছর আগে,,,সে এক সময়ে সরকারি স্কুলে চাকরি করত,,,কিন্তু সে স্কুলে পড়াকালীন স্কুলের মাস্টাররা বা কর্তৃপক্ষ বা সরকারি লোকেরা তার বয়স প্রায় ১ বছর কমিয়ে দেয়,,,যা সে ইচ্ছা করে করে নি,,সে লোকেরাই মাতব্বারি করে কাজটি করেছে,,সে সম্ভবত পরে সার্টিফিকেটে তা দেখতে পায়,, সে একসময় সরকারি চাকরি নেয় যখন তার বয়স ২৬ বছর কিন্তু সার্টিফিকেটে ২৫ বছর ছিল তখন,এবং চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ছিল ৩০ বছর,,,,তো তার চাকরির ইনকাম কি হালাল হয়েছে?