আমার অফিসে পিকনিক উপলক্ষে লটারি বিক্রি করা হয়। আমি জানি টিকিট কেনা নাজায়েজ,পুরস্কারের নিয়তে না,কিন্তু অফিসের সিনিয়র এর মন রক্ষার্থে আমি টিকিট কিনি ১০ টা।আমার মনের ইচ্ছার বিরুদ্ধে।কিন্তু পুরস্কার বিতরণের সময় আমি ১ম পুরস্কার একটা এলইডি এন্ড্রয়েড টেলিভিশন পাই।এখন আমি সেই টিভি কি করবো? আমি এই টিভি আমার প্রয়োজনে / আমার জীবনে চলার পথে ব্যবহার করতে চাই না।সেক্ষেত্রে এই টিভি বিক্রি করে কোন গরীব মানুষকে সওয়াব এর নিয়ত ছাড়া পায়খানা তৈরি করে দিবো? নাকি এটা কি করবো? আল্লাহর কাছে তওবা করি ভবিষ্যতে আর লটারি কিনবো না।আমাকে একটা সমাধান দিন এই টিভি কি করবো?