আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,
১)পিরিয়ডের শেষের দিকে প্রতি ওয়াক্তের শেষের দিকে চেক করা হয় সেরেছে কিনা।এখন, ইশার ওয়াক্ত কয়টা পর্যন্ত ধরবো?মানে ইশার ওয়াক্ত তো ফজরের আগ পর্যন্ত থাকে।এখন ফজরের আগে যদি চেক করে দেখি নাই তাহলে কি গোসল করে ইশার নামাজ পড়তে হবে?
২)আমার পরিচিত একজন দর্জি। তো তার কাছে একজন পোশাক বানাতে দিয়ে গেছে কিন্তু টাকা দেয়নি।এছাড়াও অন্যান্য কেনাকাটা করেও তার টাকা পরিশোধ করে নি আর তার কোনো খোজও নেই।মানে সে এলাকাতেই নেই।এখন তার বানাতে দেয়া জামার মধ্যে একটা আমাকে সেই পরিচিত দর্জি দিতে চাচ্ছেন।বলছেন,যেহেতু তার কাছে আমি টাকা পাব সে দেইনি,নিখোজ,তার জামা আমি যা খুশি করতে পারি।আর সেটা পড়েই আছে।কোনো কাজে লাগছে না।
আমার জন্য কি ঐ জামা নেওয়া জায়েজ হবে?