ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা মায়েদা-২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি প্রশ্নে যে সমস্ত কর্মসূচি উল্লেখ করেছেন, সেই কর্মসূচির আলোকে আপনি সমিতি বা ফাউন্ডেশন করতে পারবেন। জুলুম-নির্যাতন ও ন্যায়ের পক্ষাবলম্বন করার নিমিত্তে ''হিলফুল ফুজুল" নামে একটি সংগঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' ও তৎপর ছিলেন।
তবে কারো কোনো ছবি ওয়েবসাইটে কখনো ব্যবহার করতে পারবেন না। চায়,পুরুষের ছবি হোক বা আপনার আম্মুর ছবি হোক কিংবা অসহায় কোনো মহিলার ছবি হোক, ছবি ব্যবহার সম্পূর্ণ নিষেধ।